সীতাকুন্ডের পৌর কাউন্সিলর জসিম সাময়িক বহিষ্কৃত

সীতাকুন্ডের পৌর কাউন্সিলর জসিম সাময়িক বহিষ্কৃত
সীতাকুন্ডের পৌর কাউন্সিলর জসিম সাময়িক বহিষ্কার

ডেস্ক নিউজ, পোস্টকার্ড ।।

সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে সীতাকুন্ড পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর বদিউল আলম জসিমকে। বুধবার সাময়িক বহিষ্কারাদেশের প্রজ্ঞাপন জারি করেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব মোহাম্মদ ফারুক হোসেন।

প্রজ্ঞাপন আদেশে বলা হয়েছে, সীতাকুন্ড পৌরসভায় গত ১২ এপ্রিল চলতি বছরের হাটবাজার ইজারার টেন্ডারের ওয়ার্ক অর্ডার নিয়ে অশোভন আচরণ এবং মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ বদিউল আলমকে পেশিশক্তির ভয়ভীতি প্রর্দশন করেন কাউন্সিল জসিম। তাই অসদাচরণ ও ক্ষমতার অপব্যবহার করার কারণে স্থানীয় সরকার পৌরসভা আইন ২০০৯ ধারা ৩১(১) মোতাবেক কাউন্সিলর জসিমকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়। এছাড়া অপর এক নোটিশে আগামী এক সপ্তাহের মধ্যে কেন তাকে চুড়ান্তভাবে বহিষ্কার করা হবে না, জানতে চেয়েছে মন্ত্রণালয়।

সীতাকুন্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহাদাত হোসেন বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে অভিযুক্ত কাউন্সিলর সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হলে, তাকে চুড়ান্তভাবে বহিষ্কার করা হবে।

এ বিষয়ে বদিউল আলম জসিম বলেন, মেয়রের সাথে আমার সামান্য কথা কাটাকাটি ও ভুল বোঝাবুঝি হয়েছে। আলোচনার মাধ্যমে তা সমাধান হয়ে যাবে। আর মন্ত্রণালয়ের চিঠি পেয়েছি, আমি এর জবাব দিব।

সীতাকুন্ড পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা বদিউল আলম বলেন, আমরা গত ১৩ এপ্রিল কাউন্সিলর জসিমকে অসদাচরণ করার অপরাধে কাজ থেকে অব্যাহতি দিয়ে মন্ত্রণালয়ে চিঠি দিয়েছিলাম। স্থানীয় সরকার মন্ত্রণালয় বিষয়টি তদন্তপূর্বক অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা হিসেবে সাময়িক বহিষ্কারাদেশ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে। একইভাবে আগামী এক সপ্তাহের মধ্যে চিঠির সঠিক জবাব দিতে নির্দেশ প্রদান করে।

উল্লেখ্য, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ২নং ওয়ার্ডের যাবতীয় কার্যক্রমে সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর আনোয়ারা বেগম দায়িত্ব পালন করবেন।

খালেদ / পোস্টকার্ড ;