চট্টগ্রামের নির্বাচনে অনিয়ম হবে না : প্রধান নির্বাচন কমিশনার

চট্টগ্রামের নির্বাচনে অনিয়ম হবে না : প্রধান নির্বাচন কমিশনার
চট্টগ্রামের নির্বাচনে অনিয়ম হবে না : প্রধান নির্বাচন কমিশনার

নিজস্ব প্রতিবেদক ।।

প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা বলেছেন, চট্টগ্রাম-৮ আসনে শতভাগ সুষ্ঠু নির্বাচন আয়োজন করা হয়েছে । আজ বুধবার (৮ জানুয়ারি)  দুপুরে চট্টগ্রাম -৮ শূন্য আসনের নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।

নুরুল হুদা বলেন, চট্টগ্রাম-৮ আসনের নির্বাচনে অনিয়ম হবে না। শতভাগ নিশ্চয়তা দেয়া হবে। একটা গ্রহণযোগ্য নির্বাচন হবে, যেটা প্রশ্নের ঊর্ধ্বে থাকবে। কমিশন চায় না নির্বাচন প্রশ্নবিদ্ধ হোক। নির্বাচন সুষ্ঠুভাবে তুলে আনার জন্য সবধরনের প্রস্তুতি নির্বাচন কমিশনার পক্ষ থেকে করা হয়েছে।

তিনি আরো বলেন, ১৩ জানুয়ারি নির্বাচনে সবদলের অংশগ্রহণ রয়েছে। তাই নির্বাচন হবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। বৃহত্তর দল আওয়ামী ও বিএনপির এক সাথে ব্যানার-পোস্টার রয়েছে। চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নানের সভাপতিত্বে নির্বাচন কমিশনার অতিরিক্ত সচিব মো.মোখলেসুর রহমানসহ প্রত্যেক সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।