সীতাকুণ্ড মেটারনিটি কেয়ার হাসপাতাল এখন নতুন আঙ্গিকে,নতুন ঠিকানায়

সীতাকুণ্ড মেটারনিটি কেয়ার হাসপাতাল এখন নতুন আঙ্গিকে,নতুন ঠিকানায়
সীতাকুণ্ড মেটারনিটি কেয়ার হাসপাতাল এখন নতুন আঙ্গিকে,নতুন ঠিকানায়

এম কে মনির,সীতাকুণ্ড, চট্রগ্রাম ।।

সীতাকুণ্ডের মাতৃসদন সেবাকেন্দ্র মেটারনিটি কেয়ার হাসপাতাল এখনসম্পূর্ণ নতুন আঙ্গিকে, নতুন ধারায় যাত্রা শুরু করেছে। শনিবার ১ লা ফেব্রুয়ারি বেলা এগারোটায় মেটারনিটি কেয়ার হাসপাতালের নতুন ঠিকানা উদ্বোধন করেন সীতাকুণ্ড উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবদুল্লাহ আল বাকের ভূই্য়্যা।

উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন  সীতাকুণ্ড পৌর মেয়র আলহাজ্ব বদিউল আলম।

অনুষ্টানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড বাজার কমিটির সাবেক সেক্রেটারি আলহাজ্ব বেলাল হোসেন,সীতাকুণ্ড সমিতির সাবেক সভাপতি লায়ন মোঃগিয়াস উদ্দিন,সাধারণ সম্পাদক নাছির উদ্দিন মানিক,পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক এডভোকেট আব্দুস সামাদ,সীতাকুণ্ড প্রেসক্লাবের সহ সভাপতি জহিরুল ইসলাম, সহ সাধারন সম্পাদক নাছির উদ্দিন অনিক, ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি স্বপন বণিক, সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, আওয়ামীলীগ নেতা প্রকৌশলী শাহ আলম, সীতাকুণ্ড অনলাইন জার্নালিষ্ট এসোসিয়েশন এর সেক্রেটারি জাহাঙ্গীর আলম বিএসসি, সাংবাদিক নাছির উদ্দিন শিবলু,সাংবাদিক মুসলেহ উদ্দিন, সাংবাদিক কামরুল ইসলাম দুলু, বাংলাদেশ বুলেটিন প্রতিনিধি নাহিদ চৌধুরী,বায়তুশ শরফের পেশ ইমাম মাওলানা আবসারুল আমিন,সীতাকুণ্ড যুব উন্নয়ন ফাউন্ডেশনের সভাপতি এম কে মনির,অর্থ সম্পাদক সাজ্জাদ হোসেন তারেক,ইসস ওয়েলফেয়ারের সভাপতি মোঃইউনূস,সীতাকুণ্ড ব্লাড ডোবার্স সোসাইটির আক্তার হোসেন এলিট, রোমান প্রমুখ।

এসময় মেটারনিটি কেয়ার হাসপাতালের মাহবুব রহমান খান আমন্ত্রিত অতিথিবৃন্দকে হাসপাতালের বিভিন্ন বিভাগ পরিদর্শন করান।

পরিদর্শন শেষে অতিথিবৃন্দ হাসপাতালের উচ্চস্বীত প্রশংসা করেন এবং হাসপাতালের কাঠামো ও আধুনিকতা দেখে বিস্ময় প্রকাশ করেন।প্রধান ও বিশেষ অতিথিবৃন্দ মেটারনিটিকে একটি যুগপোযোগী মানসম্মত হাসপাতাল হিসেবে আখ্যা দেন।

মেটারনিটি কেয়ার হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মাহবুবুর রহমান বলেন আমরা ২০১৯ সালে সীতাকুণ্ডে মাতৃসদন হাসপাতাল চালু করি।তখন শুধুমাত্র ডেলিভারি নিয়ে কাজ করতাম।আমাদের প্রথম ঠিকানা ছিলো বায়তুশ শরফ। সেখানে একবছর থাকার পর মাত্র ৫০ গজ দূরে উওর বাইপাসে  নুর মোস্তফা প্লাজায় সম্পূর্ণ নতুন পরিসরে বৃহৎ আকারে আমরা যাত্রা শুরু করেছি।

আমাদের এখন ইনডোর আউটডোর, ইমার্জেন্সী, ফার্মেসী ও প্যাথলজির পাশাপাশি বিশেষায়িত সেবা হিসেবে পাবেন জরায়ু আল্ট্রাসনোগ্রাফী, ব্রেষ্ট(স্তন)আল্ট্রাসনোগ্রাফী, জরায়ু ও ব্রেষ্ট ক্যান্সার নির্ণয় স্ক্র্যানিং(VIA)।
 
আমাদের আরো রয়েছে গাইনী,শিশু,মেডিসিন,হৃদরোগ,ডায়বেটিক বিষয়ে বিশেষজ্ঞ ডাক্তার চেম্বার।

তিনি আরো জানান রোগীদের চাহিদা পুরণার্থে পুরুষ রোগীদের জন্য সকল সেবা চালু করা হয়েছে।

অনুষ্ঠানে অতিথিবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেন হাসপাতালের ব্যবস্থাপক মাহবুবুর রহমান।

মেটারনিটি হাসপাতাল সীতাকুণ্ডের মানুষের জন্য এক সহজলভ্য সেবার দরজা খুলেছে।যেকোন সময় যেকোন মানবকে সেবা প্রদানে মেটারনিটি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ব। সীতাকুণ্ড মেটারনিটি হাসপাতাল নরমাল ডেলিভারিকে প্রাধান্য দিয়ে মহিলাদের সেবার  এক বিশ্বস্ত নামে পরিণত হবে বলে আশা ব্যক্ত করেন মেটারনিটি হাসপাতালের ব্যবস্থাপক মাহবুবুর রহমান।