সীতাকুণ্ডে যুবলীগ নেতা হত্যা মামলার আসামি দুই যুবদল নেতা গ্রেপ্তার

সীতাকুণ্ডে যুবলীগ নেতা হত্যা মামলার আসামি দুই যুবদল নেতা গ্রেপ্তার
সীতাকুণ্ডে যুবলীগ নেতা হত্যা মামলার আসামি দুই যুবদল নেতা গ্রেপ্তার

সীতাকুণ্ড প্রতিনিধি।।

সীতাকুণ্ডে যুবলীগ নেতা ইউসুফ হত্যা মামলার আসামি দুই যুবদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন সীতাকুণ্ড পৌরসভার ১নং ওয়ার্ডস্থ মধ্যম এয়াকুবনগর এলাকার মৃত নূরুল আবছারের পুত্র মো. রবিউল হোসেন প্রকাশ বাবলু (৩২) ও একই এলাকার মৃত আলী আহম্মদের পুত্র মো. আলমগীর হোসেন প্রকাশ পিল আলমগীর (৩২)। তারা স্থানীয় যুবদল নেতা।

সীতাকুণ্ড মডেল থানার ওসি তোফায়েল আহমেদ জানান, গত ২০ নভেম্বর নুনাছড়া বটতলা এলাকায় সীতাকুণ্ড পেট্রোল পাম্প সংলগ্ন মৃদুলা হোটেলের ভিতর যুবলীগ নেতা ইউসুফকে গ্রেপ্তারকৃত আসামি বাবলু ও আলমগীরসহ আরো ৭/৮ জন কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। দীর্ঘদিন ধরে পাহাড়ে পালিয়ে থেকে অন্যান্য সহযোগীদের নিয়ে তারা বড় দারোগারহাট থেকে পস্থিছিলা পর্যন্ত রোডে ডাকাতিসহ পৌরসভার বিভিন্ন এলাকা, বারৈয়াঢালা ও নুনাছড়া এলাকায় সন্ত্রাসী কার্যক্রম ও চাঁদাবাজী করে আসছিল।

শনিবার তাদের অবস্থান জানতে পেরে আমার নেতৃত্বে সেকেন্ড অফিসার এসআই মো. মুকিব হাসান ও এএসআই আরিফসহ সঙ্গীয় ফোর্সের সহায়তায় তাদের গ্রেপ্তার করতে সক্ষম হই। এরপর তাদের দেহ তল্লাশী করে বাবলুর কাছ থেকে একটি ওয়ান শুটার গান ও ৩ রাউন্ড বন্দুকের গুলি এবং আলমগীরের কাছে থেকে একটি ওয়ান শুটার গান ও ২ রাউন্ড বন্দুকের গুলি উদ্ধার করি। তারা দুজনই যুবদল নেতা।

বাবলুর বিরুদ্ধে সীতাকুণ্ড থানায় বিভিন্ন মামলায় ৭টি গ্রেপ্তারি পরোয়ানা এবং আলমগীরের বিরুদ্ধে ৪টি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। বাবলুর বিরুদ্ধে ডাকাতি, খুন, নাশকতা, বিস্ফোরক দ্রব্য আইনসহ অন্যান্য ধারার মোট ১৩টি মামলা এবং আলমগীরের বিরুদ্ধে ৯টি মামলা আদালতে বিচারাধীন আছে। তাদের বিরুদ্ধে গতকাল সীতাকুণ্ড মডেল থানায় আরও একটি মামলা রুজু করা হয়েছে বলে জানান তিনি।

খালেদ / পোস্টকার্ড;