সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্টের কাজ শুরু

সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্টের কাজ শুরু

সীতাকুণ্ড প্রতিনিধি ।।

সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘ প্রতীক্ষার পর লিকুইড সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্ট বসানোর কাজ মঙ্গলবার থেকে শুরু হয়েছে। স্থানীয় সংসদ সদস্য দিদারুল আলম এবং তার পারিবারিক প্রতিষ্ঠান মোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সহযোগিতায় চট্টগ্রামের উপজেলা পর্যায়ে এটিই প্রথম সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্ট স্থাপন প্রকল্প। এতে ব্যয় হবে প্রায় ১১ লক্ষ ৫৭ হাজার ৪২৫ টাকা। এটি স্থাপনের দায়িত্ব পেয়েছে ঢাকার মোহাম্মদপুরের মেডিকিট ইন্টারন্যাশনাল। চলতি মাসের শেষ দিকে এ প্ল্যান্ট ব্যবহার করা যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুর উদ্দিন রাশেদ।

তিনি বলেন, করোনা পরিস্থিতিতে সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে ২০ শয্যার আইসোলেশন ওয়ার্ড করা হয়েছে। এখানে প্রতিদিনই করোনা আক্রান্ত এবং উপসর্গ নিয়ে রোগী ভর্তি হচ্ছে। এছাড়াও এলাকাবাসীর রোগ-ব্যাধি ও মহাসড়কে সড়ক দুর্ঘটনা লেগেই থাকে। অনেক সময় মুমূর্ষু রোগীদের জন্য অক্সিজেনের প্রয়োজন পড়ে। দিদারুল আলম এমপি বলেন, সীতাকুণ্ডে আইসিইউ’র ব্যবস্থা নেই।

আইসিইউ না হলেও হাইফ্লো অক্সিজেন দিয়ে অনেক রোগীর জীবন রক্ষা করা যাচ্ছে। আমি তাই সীতাকুণ্ড হাসপাতালে হাইফ্লো অক্সিজেন স্থাপনের কাজ শুরু করেছি। করোনা চলে গেলেও এই অক্সিজেন প্ল্যান্টটি প্রয়োজন হবে। অল্পদিনের মধ্যে চালু করা গেলে শ্বাসকষ্টে আক্রান্ত রোগী ও তাদের স্বজনদের মধ্যে স্বস্তি ফিরে আসবে।

উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায় বলেন, প্রতিদিন শ্বাসকষ্ট নিয়ে অনেক রোগী মারা যাচ্ছে। অক্সিজেন প্ল্যান্ট স্থাপনের মাধ্যমে মূমূর্ষু রোগীদের জন্য আশার আলো তৈরি হল। উল্লেখ্য, সীতাকুণ্ডে করোনা আক্রান্ত এবং উপসর্গ নিয়ে এ পর্যন্ত অন্তত ২৩ জন রোগী মারা গেছে। আক্রান্তের সংখ্যা ২৯৭ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২৬১ জন।