সীতাকুণ্ডে ২ টি কোয়ারেন্টাইন নির্ধারণ

সীতাকুণ্ডে ২ টি  কোয়ারেন্টাইন নির্ধারণ

এম কে মনির, সীতাকুণ্ড প্রতিনিধি।। 

করোনা ভাইরাস প্রতিরোধে সারাদেশের ন্যায় সীতাকুণ্ডেও নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। ইতিমধ্যে সীতাকুণ্ডের তিনটি পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। সম্পর্ণ করা হয়েছে বিভিন্ন কর্মসূচী। উপজেলার বিভিন্ন এলাকায় সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায়। গঠন করা হয়েছে করোনা ভাইরাস প্রতিরোধী কমিটি। যার প্রথম সভাও অনুষ্ঠিত হয়েছে।

গতকাল উপজেলার  ভাটিয়ারিতে কোয়ারেন্টাইন অমান্য করায় সৌদি প্রবাসী একজনকে বিশ হাজার টাকা জরিমানা করা হয়। সর্বশেষ বিদেশ ফেরত যাত্রীদের জন্য কোয়ারেন্টাইন হিসেবে বেঁচে নেওয়া হয়েছে সীতাকুণ্ডের দুইটি শিক্ষা প্রতিষ্ঠানকে। শিক্ষা প্রতিষ্ঠান দুটি হলো সীতাকুণ্ড সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয় ও কুমিরা আবাসিক উচ্চ বিদ্যালয়।

সম্প্রতি সীতাকুণ্ডে করোনা ভাইরাস প্রতিরোধে গঠিত কমিটির সদস্য সচিব ডাঃ নুর উদ্দিনকে সঙ্গে নিয়ে স্থান দুইটি পরিদর্শন করেন কমিটির সভাপতি ও ইউএনও মিল্টন রায়।

তিনি বলেন, আমরা বিদেশ ফেরতদের জন্য এই দুইটি প্রতিষ্ঠানকে কোয়ারেন্টাইন হিসেবে ঠিক করেছি।প্রয়োজনবোধে তাদের এখানে রাখা হবে।যেসব ব্যক্তিদের এখানে ভর্তি করা হবে তাদের খাওয়া দাওয়া, গোসলসহ বসবাসের যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।