সীতাকুণ্ডের করোনায় মৃতদের লাশ দাফনের দায়িত্ব নিল ওলামা পরিষদ ও গাউছিয়া কমিটি

সীতাকুণ্ডের করোনায় মৃতদের লাশ দাফনের দায়িত্ব নিল ওলামা পরিষদ ও গাউছিয়া কমিটি

সীতাকুণ্ড প্রতিনিধি।।

করোনায় মারা যাওয়া চট্টগ্রামের সীতাকুণ্ডের ব্যক্তিদের লাশ দাফনের দায়িত্ব নিয়েছে ওলামা পরিষদ ও গাউছিয়া কমিটি নামে দুটি সংগঠন।

সীতাকুণ্ড উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সংগঠন দুটিকে অনুমতি দেওয়া হয়েছে। গতকাল বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন রায়।

এর আগে গত মঙ্গলবার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তিদের লাশ নিঃস্বার্থ জানাজা ও দাফনের অনুমতি চেয়ে ইউএনওর কাছে আবেদন করেন সীতাকুণ্ড ওলামা পরিষদের সভাপতি মাওলানা জসিম উদ্দিন। এরপর গতকাল বুধবার একইভাবে দায়িত্ব নিতে আরেকটি আবেদন করেন গাউছিয়া কমিটি বাংলাদেশের সীতাকুণ্ড উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ আলী সিদ্দিকী।

ইউএনও মিল্টন রায় বলেন, দুটি সংগঠন তাদের কর্মপরিকল্পনা ঠিক করে উপকমিটির তালিকা তাঁর দপ্তরে জমা দিয়েছে। আলোচনার পরিপ্রেক্ষিতে দুই সংগঠনকেই অনুমতি দেওয়া হয়েছে। তবে পুরো বিষয়টি সমন্বয় করবেন তিনি।

ওলামা পরিষদের জসিম উদ্দিন বলেন, শুধু মুসলমান নয়, মৃত ব্যক্তি যে ধর্মের হোক, তাঁরা মৃত ব্যক্তির ধর্মীয় বিধান মেনে দাফন করার প্রস্তুতি নিয়েছেন।

গাউছিয়া কমিটির মুহাম্মদ আলী সিদ্দিকী বলেন, সরকারি বিধিবিধান মেনে তাঁরা লাশ দাফন করবেন। এ কাজে তাঁদের ৩৯ জন সদস্য কাজ করবেন। তাঁরা একটি মূল কমিটির অধীনে আরও পাঁচটি উপকমিটি করেছেন। সরকার যেখানে পাঠাবে, সেখানেই তাঁরা গিয়ে লাশ দাফন করবেন।

ইউএনও মিল্টন রায় বলেন, লাশ দাফনের ক্ষেত্রে যদি সংগঠন দুটির যানবাহন কিংবা পিপিইর প্রয়োজন হয়, তা প্রশাসনের পক্ষ থেকে দেওয়া হবে।

আরও পড়ুনঃ কারোনায় আক্রান্ত মৃতদের দাফন সম্পন্ন করার লক্ষ্যে সীতাকুন্ড গাউছিয়া কমিটির উদ্যোগ । ক্লিক করুন এখানে -https://www.postcardbd.com/%E0%A6%95%E0%A6%B0%E0%A6%A8%E0%A7%9F-%E0%A6%86%E0%A6%95%E0%A6%B0%E0%A6%A8%E0%A6%A4-%E0%A6%AE%E0%A6%A4%E0%A6%A6%E0%A6%B0-%E0%A6%A6%E0%A6%AB%E0%A6%A8-%E0%A6%B8%E0%A6%AE%E0%A6%AA%E0%A6%A8%E0%A6%A8-%E0%A6%95%E0%A6%B0%E0%A6%B0-%E0%A6%B2%E0%A6%95%E0%A6%B7%E0%A6%AF-%E0%A6%B8%E0%A6%A4%E0%A6%95%E0%A6%A8%E0%A6%A1-%E0%A6%97%E0%A6%89%E0%A6%9B%E0%A7%9F-%E0%A6%95%E0%A6%AE%E0%A6%9F%E0%A6%B0-%E0%A6%89%E0%A6%A6%E0%A6%AF%E0%A6%97