সীতাকুণ্ডের শীতলপুরে শিপ ইয়ার্ড ম্যানেজারের উপর হামলা, ১৪ লক্ষ টাকা লুট

সীতাকুণ্ডের শীতলপুরে শিপ ইয়ার্ড ম্যানেজারের উপর হামলা, ১৪ লক্ষ টাকা লুট
সীতাকুণ্ডের শীতলপুরে শিপ ইয়ার্ড ম্যানেজারের উপর হামলা, ১৪ লক্ষ টাকা লুট

সীতাকুণ্ড প্রতিনিধি।।

সন্ত্রাসীদের অতর্কিত হামলায় সীতাকুণ্ডের শীতলপুরে সাইফুল ইসলাম মাহমুদ (৩৮) নামে ক্রিস্টাল শীপার্স লিমিটেডের এক সিনিয়র ম্যানেজার গুরুতর আহত হয়েছে। এসময় সন্ত্রাসীরা তার প্রাইভেটকার ভাঙচুরের পাশাপাশি গাড়িতে থাকা নগদ ১৩ লক্ষ ৯৮ হাজার ৮’শত টাকা লুট করে নিয়ে যায়।

মঙ্গলবার বিকালে উপজেলার শীতলপুর সাগর উপকূলে অবস্থিত ক্রিস্টাল শীপার্স ইয়ার্ড গেটের সামনে এ ঘটনা ঘটে।

এ ঘটনার পর সন্ধ্যায় আহত ইয়ার্ড ম্যানেজার সাইফুল ইসলাম মাহমুদ বাদি হয়ে হামলায় জড়িত তসলিম উদ্দিন (৩৫), মোঃ মুসলিম উদ্দিন (৩৮), মোঃ নাসিম উদ্দিন (৩২), মোঃ রানা প্রকাশ রানা ডাকাত (৩০), মোঃ তারেক (২৮), মোঃ ইউনুচ (৩২), মোঃ আবুল কালাম (৪৫), মোঃ জাহাঙ্গীর (৪০),বাবলু (৩৫),ওসমান (২৬) সহ অজ্ঞাত ২৫/৩০জনকে আসামী করে সীতাকুণ্ড থানায় একটি মামলা দায়ের করেন।

মামলা সূত্রে জানা যায়, বাখরাবাদ গ্যাস সঞ্চালন লাইনের কাজের জন্য ক্রিস্টাল শীপার্সের ভূমি অধিগ্রহন করায় ক্ষতিপূরণের টাকা পান ইয়ার্ড মালিক। ক্ষতিপূরণের টাকা পাওয়ার পর হামলাকারীরা বিভিন্ন অজুহাতে ৩০ লক্ষ টাকা চাদা দাবি করেন। ইয়ার্ড মালিক টাকা দিতে অসম্মতি জানালে হামলাকারীরা ইয়ার্ডের ব্যবসা বন্ধ করার হুমকি দেয়।

সর্বশেষ মঙ্গলবার বিকালে ইয়ার্ড ম্যানেজার সাইফুল শ্রমিকদের বেতনের টাকা নিয়ে ইয়ার্ডে প্রবেশের সময় হামলাকারীরা বাধা প্রদান করেন। এসময় তারা লোহার রড়,লাঠি দিয়ে হামলা চালিয়ে প্রাইভেটকার ভাঙচুর করেন।

একপর্যায়ে প্রাইভেটকারের ভেতর থেকে ম্যানেজার সাইফুলকে বের করে এলোপাথারি পিটিয়ে আহত করেন এবং গাড়ির ভেতরে রাখা ইযার্ড শ্রমিকদের বেতনের নগদ ১৩ লক্ষ ৯৮ হাজার ৮’শ টাকা লুট করে নিয়ে যায়।

মামলার তদন্তকারী কর্মকর্তা সীতাকুণ্ড থানার পরিদর্শক (ইন্টিলিজেন্স) সুমন বণিক জানান, এ ঘটনায় আহত ইয়ার্ড ম্যানেজার বাদি হয়ে হামলায় জড়িতদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। ঘটনার তদন্ত স্বাপেক্ষ জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। হতাহত হয়নি।