সীতাকুণ্ডের সলিমপুর ফকিরহাটে শাহ মোহছেন আউলিয়ার (রা.) ওরশ অনুষ্ঠিত

সীতাকুণ্ডের সলিমপুর ফকিরহাটে শাহ মোহছেন আউলিয়ার (রা.) ওরশ অনুষ্ঠিত
সীতাকুণ্ডের সলিমপুর ফকিরহাটে শাহ মোহছেন আউলিয়ার (রা.) ওরশ অনুষ্ঠিত

পোস্টকার্ড ডেস্ক ।।

চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর ফকিরহাট পশ্চিম পড়ায় মুহাম্মদ আলমগির সওদাগরের উদ্যোগে উপমহাদেশের খ্যাতিমান আধ্যাত্মিক সাধক হযরত শাহ মোহছেন আউলিয়ার (র.) বার্ষিক ওরশ শরীফ ভক্তগণের উপস্থিতিতে ভাবগাম্ভীর্য পরিবেশে সম্পন্ন হয়।

প্রতিবছর বাংলা বর্ষপঞ্জি অনুযায়ী ৬ আষাঢ় মহাসমারোহে শত শত ভক্তগণের উপস্থিতিতে যাবতীয় কার্যক্রম ইসলামি শরীয়তকে যথাযথ অনুসরণ এবং আল্লাহর প্রিয় মাহাবুবের সদকায় মানবজাতির সর্বাঙ্গিন উন্নতি, অগ্রগতি ও শান্তির জন্য মোনাজাত করা হয়।  

ওরশ উপলক্ষে খতমে কোরআন, মিলাদ মাহফিল, দোয়া মাহফিল, ধর্মীয় আলোচনা, আখেরি মোনাজাত ও তাবারুক বিতরণের আয়োজন করা হয়েছে।

উল্লেখ্য, বার আউলিয়ার পুণ্যভূমি খ্যাত চট্টগ্রামের অন্যতম প্রধান জিন্দা আউলিয়া হিসেবে পরিচিত শাহ মোহছেন আউলিয়ার অনেক কারামত লোকমুখে ফেরে এ জনপদে।বারো আউলিয়ার অন্যতম অলি হযরত বাবা বদর আউলিয়া ও বাবা হযরত শাহ মোহছেন আউলিয়া (রহ.) সাগরপথে একসাথে চট্টগ্রামে আগমন করেছিলেন। আধ্যাত্মিক রূহানিয়াতের মধ্যে মামা ভাগিনার এক গভীর সম্পর্ক রয়েছে। রুহানিয়তের সফরে মামা ভাগিনার সফরের কথা বহুকাল ধরে প্রচলিত। সাগর পথে তাদের বহনকারী পাথরটি আজো মাজারে সংরক্ষিত আছে। এই মহান অলির অসংখ্য কারামত আজো এ অঞ্চলের মানুষের মুখে মুখে প্রচারিত। প্রচার রয়েছে ৯৮৫ হিজরী মোতাবেক ৯৭১ বাংলা ৬ আষাঢ় ১৫৬৫ সালে হযরত মোহছেন আউলিয়া (র.) ইন্তেকাল করেন।

খালেদ / পোস্টকার্ড ;