সীতাকুণ্ডের দেলিপাড়ায়  ইলিশ মাছ লুট, আটক ২

সীতাকুণ্ডের দেলিপাড়ায়  ইলিশ মাছ লুট, আটক ২
সীতাকুণ্ডের দেলিপাড়ায়  ইলিশ মাছ লুট, আটক ২

সীতাকুণ্ড প্রতিনিধি ।। 

চট্টগ্রামের সীতাকুণ্ডের মুরাদপুর দেলিপাড়া এলাকায় লাখ টাকার ইলিশ মাছ লুটের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন দিদার (৪৫) ও সোহাগ (২০)। তারা উভয়ে ওই এলাকার বাসিন্দা। এদিকে দায়েরকৃত মামলা তুলে নিতে স্থানীয় প্রভাবশালীরা হুমকি দিচ্ছে বলে জানিয়েছেন জেলেরা।

গতকাল শনিবার থানায় গিয়ে তারা মৌখিকভাবে এ অভিযোগ করেন। উল্লেখ্য, গত বৃহস্পতিবার জেলেদের লাখ টাকার ইলিশ মাছ লুট করে সন্ত্রাসীরা। এ ঘটনায় প্রতিবাদ করায় জেলেদের বাড়িতে দফায় দফায় হামলা চালানো হয়। পরে প্রতিকার চেয়ে থানা ঘেরাও করলে পুলিশ মামলা রেকর্ড করে।

মুরাদপুর ইউপি চেয়ারম্যান জাহেদ হোসেন নিজামী বলেন, উভয়পক্ষ বিষয়টি সমাধান করতে আমার কাছে এসেছিল। আমি এ ব্যাপারে পরবর্তীতে জানাবো বলে জানিয়েছিলাম। তবে জেলেদের মামলা তুলে নিতে কোনো চাপ দেওয়া হয়নি বলে দাবি করেন তিনি।

সীতাকুণ্ড মডেল থানার ওসি (তদন্ত) সুমন চন্দ্র বণিক বলেন, ঘটনার পর পুলিশের একাধিক টিম আসামিদের গ্রেপ্তারে অভিযানে নেমেছে। গ্রেপ্তার দুই আসামিকে গতকাল আদালতে প্রেরণ করা হয়। আদালত তাদের জেল হাজতে প্রেরণ করেন।