সীতাকুন্ডে চট্টগ্রাম ফিল্ড হাসপাতালে চিকিৎসা শুরু

সীতাকুন্ডে চট্টগ্রাম ফিল্ড হাসপাতালে চিকিৎসা শুরু
চট্টগ্রাম ফিল্ড হাসপাতালে চিকিৎসা শুরু

সীতাকুন্ড প্রতিনিধি।।

প্রাণঘাতী করোনা রোগীদের চিকিৎসা সেবা প্রদানে দেশের প্রথম ফিল্ড হাসপাতাল সীতাকুন্ড এলাকায় চিকিৎসা সেবা শুরু করেছে। গতকাল মঙ্গলবার সকাল থেকে বিভিন্ন উপসর্গ নিয়ে রোগীরা এই হাসপাতালে যেতে দেখা গেছে। তাদের প্রাথমিক চিকিৎসা সেবা দিয়ে সেখানে পাঠানো হচ্ছে বলে জানা গেছে। তবে, চট্টগ্রামে নতুন করে কোনো করোনা আক্রান্ত রোগী না পাওয়ায় সেখানে কাউকে গতকাল পর্যন্ত ভর্তি করা হয়নি বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

হাসপাতালটির প্রধান উদ্যোক্তা ডা. বিদ্যুৎ বড়ুয়া জানান, ‘বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনা মোকাবেলায় নিজের দায়িত্ববোধ থেকে ফিল্ড হাসপাতালটি নির্মাণে আগ্রহী হই। নাভানা গ্রূপের সহযোগিতায় প্রাথমিকভাবে ৪০টি বেড এবং ভেন্টিলেটর সুবিধা নিয়ে আমরা এটি চালু করেছি। প্রশাসনের সহযোগিতায় হাসপাতালটি নির্মাণ করতে সময় লেগেছে ১৫ দিন। বর্তমান পরিস্থিতি ও সামাজিক দূরত্ব বজায় রাখার স্বার্থে আমরা আনুষ্ঠানিকভাবে হাসপাতালটির উদ্বোধনের ব্যবস্থা রাখতে পারিনি। মঙ্গলবার সকাল থেকে বেশ কয়েকজন রোগী হাসপাতালে এসেছেন। তবে তারা অন্য রোগের উপসর্গ নিয়ে আশায় আমরা প্রাথমিক চিকিৎসা সেবা দিয়ে ছেড়ে দিই। কারণ এটি শুধুমাত্র করোনা রোগীর চিকিৎসার জন্য প্রস্তত করা হয়েছে।

উল্লেখ্য, করোনা ভাইরাস আক্রান্ত রোগীদের জন্য দেশের প্রথম ফিল্ড হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেয় নাভানা গ্রূপ। গত ৫ এপ্রিল বিকালে নাভানা গ্রূপের প্রদত্ত সাড়ে ৬ হাজার আয়তনের অবকাঠামোটি হাসপাতাল-উপযোগী করে গড়ে তোলার পর মঙ্গলবার থেকে সেখানে সেবা কার্যক্রম চালু করা হয়।