সীতাকুন্ড দক্ষিণ সলিমপুর উত্তর ফকিরপাড়া সমাজের বার্ষিক মিলনমেলা ও গুণীজন সংবর্ধনা সম্পন্ন

সীতাকুন্ড দক্ষিণ সলিমপুর উত্তর ফকিরপাড়া সমাজের বার্ষিক মিলনমেলা ও গুণীজন সংবর্ধনা সম্পন্ন
সীতাকুন্ড দক্ষিণ সলিমপুর উত্তর ফকিরপাড়া সমাজের বার্ষিক মিলনমেলা ও গুণীজন সংবর্ধনা সম্পন্ন

সীতাকুণ্ড প্রতিনিধি ।।

সীতাকুণ্ড উপজেলার দক্ষিণ সলিমপুরে ‘সৎ পথে চলবো, সুন্দর জীবন গড়বো’ শ্লোগানকে বুকে ধারণ করে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা এবং উৎসবমূখর পরিবেশে উত্তর ফকিরপাড়া সমাজের উদ্যোগে দিনব্যাপী ‘৪র্থ বার্ষিক মিলনমেলা ও গুণীজন সংবর্ধনা’ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

সমাজের সদস্য মো. নুরুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য এ কে এম কাশেম মাস্টারের ছোট ভাই ও সলিমপুরের অন্যতম সমাজ সংগঠক এ কে এম জাফর উল্লাহ। বিশেষ অতিথি ছিলেন সলিমপুর ইউনিয়নের বরেণ্য ব্যক্তিবর্গ।

অতিথিবৃন্দের উপস্থিতিতে প্রায় ২০০০ হাজার আমন্ত্রিত এলাকাবাসীকে নিয়ে এই মিলন মেলা উদযাপন করা হয়। বার্ষিক এই মিলনমেলা উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালিতে ‘করবো মোরা মাদক বর্জন, গড়বো মোরা সুন্দর জীবন’ স্লোগানে স্থানীয় তরুণ-প্রবীণের অংশগ্রহণে বিপুলসংখ্যক অধিবাসী উপস্থিত ছিলেন।

দিনব্যাপি নানান আয়োজনে ছিল মধ্যাহ্নভোজ, গুণীজন সংবধর্না, সৎ ও নিষ্ঠাবান যুবকদের ‘সততা সম্মাননা’, মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান, গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলাধুলার প্রতিযোগিতা ও র‌্যাফেল ড্র। সমাজের প্রায় সমস্ত এলাকাবাসীর প্রাণবদ্ধ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানের মাঠ প্রাঙ্গণ হয়ে উঠে এক অনাবিল সোহার্দ্যপূর্ণ মিলনমেলায়।

সকলের প্রানবন্ত অংশগ্রহণ দেখে প্রধান অতিথি বলেন, এমন আয়োজন আমাদের প্রত্যেক সমাজে প্রয়োজন। তার সঙ্গে কণ্ঠ মিলিয়ে আয়োজক কমিটির নেতৃবৃন্দ বলেন, সকলে সহযোগিতা পেলে তাদের এই প্রয়াস ধারাবাহিকভাবে চলমান থাকবে।

আয়োজনে সার্বিকভাবে দায়িত্ব পালন করেন এবং উপস্থিত ছিলেন আয়োজক কমিটির প্রধান আহবায়ক মো. শাহাদাত হোসেন সওদাগর, সচিব মো. আবু রায়হান, অর্থ সম্পাদক মো. কাইছার, দপ্তর সম্পাদক মো. আনোয়ার, সার্বিক সমন্বয়ক মো. ইশতিয়াক, মো. রহিম উদ্দিন, মো. ফারুক, মো. লিটন, মো. পারভেজ, মো. জহির ও মো. সুমন।