সীতাকুন্ডে লাগাতার কর্মবিরতিতে স্বাস্থ্য সহকারীরা

সীতাকুন্ডে লাগাতার কর্মবিরতিতে স্বাস্থ্য সহকারীরা

সীতাকুন্ড প্রতিনিধি ।।

নিয়োগবিধি সংশোধন করে বেতন বৈষম্য নিরসনের দাবিতে স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীদের লাগাতার কর্ম বিরতি শুরু করেছে বাংলাদেশ হেলথ এ্যাসিসটেন্ট এসোসিয়েশন সীতাকু- উপজেলা শাখা।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে তারা এই কর্মবিরতি শুরু করেন। দাবি পূরণে প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত কর্মবিরতি অব্যাহত থাকবে বলেও জানিয়েছে তারা। এতে সীতাকু-ে কর্মরত স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য সহকারীসহ ৬৫ জন স্বাস্থ্য কর্মী অংশ নেন। এসময় উপস্থিত ছিলেন হেলথ এ্যাসিসটেন্ট এসোসিয়েশন সীতাকু- উপজেলা শাখার সভাপতি সুরেশ চন্দ্র দাশ, সাধারণ সম্পাদক কাজী আরিফ উদ্দিন।

বর্তমানে স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারী সবাই ১৬তম গ্রেডে বেতন পেয়ে থাকেন। তাদের দাবি, নিয়োগবিধি সংশোধন করে তাদের বেতন যথাক্রমে ১১, ১২ ও ১৩তম গ্রেডে উন্নীত করতে হবে।