সীতাকুন্ডের কুমিরায় রাতে দোকানে ডিবি পরিচয়ে চাঁদাবাজি, আটক ৩

সীতাকুন্ডের কুমিরায় রাতে দোকানে ডিবি পরিচয়ে চাঁদাবাজি, আটক  ৩

সীতাকুণ্ড প্রতিবেদক।।
করোনার কারণে মানুষ আজ গৃহবন্দী। আর প্রতারকরা হাতিয়ে নিতে ব্যস্ত টাকা পয়সা। সীতাকুণ্ড কুমিরা বাজারে এমন তিন প্রতারককে জনতা পুলিশের কাছে সপোর্দ করেছে।

জনা যায় গতকাল মঙ্গলবার (৩১ মার্চ) রাতে উপজেলার বড় কুমিরা মাজার গেইট রহমতপুর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, উক্ত ৩ ব্যাক্তি নিজেদের গোয়েন্দা পুলিশ পরিচয় দিয়ে করোনা ভাইরাসের বন্ধের মধ্যে দোকান খোলা রাখার কারণে ভয়ভীতি দেখিয়ে ব্যবসায়িদের কাছ থেকে চাঁদা আদায় করছিল।

এসময় তাদের কথাবার্তায় সন্দেহ হলে স্থানীয় আলাউদ্দীন মেম্বার আরও কয়েকজনকে নিয়ে ভুয়া তিনজনকে আটক করে।

পরে খবর পেয়ে সীতাকুণ্ড মডেল থানার ওসি ফিরোজ মোল্লা, ওসি তদন্ত শেখ শামীম ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌছে আটত তিনজন পুলিশ প্রশাসনের কোন দপ্তরেই কর্মরত নয় জানিয়ে তিনজনকে থানায় নিয়ে যায়।

ওসি জানান, আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। স্থানীয়দের বরাতে তিনি জানায়, এসব ভুয়া পুলিশ মূলত সড়কের পাশে দোকানে অভিযানের নামে বেধড়ক মারধর করে টাকা নিয়ে যায়। বেশ কয়েকটি দোকান হতে টাকা নেয়া শেষে বড় কুমিরা মাজার গেইটে গিয়ে একই কায়দায় টাকা দাবী করলে সেখানে জনতার সন্দেহ হলে আটক করে থানায় খবর দেয়।

এসময় জনতা তাদের ব্যবহ্নত একটি প্রাইভেটকার ভাঙচুর করেছে। গাড়িটি পুলিশ জব্দ করেছে। তাছাড়া আটককৃত প্রতারকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানায় ওসি।