সীতাকুন্ডের সাবেক ইউনিয়ন চেয়ারম্যানের বাড়িতে হামলা, থানায় অভিযোগ

সীতাকুন্ডের সাবেক ইউনিয়ন চেয়ারম্যানের বাড়িতে হামলা, থানায় অভিযোগ
সীতাকুন্ডের সাবেক ইউনিয়ন চেয়ারম্যানের বাড়িতে হামলা, থানায় অভিযোগ

পোস্টকার্ড নিউজ ।।

চট্রগ্রামের সীতাকুন্ড উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নে সাবেক চেয়ারম্যান আবুল বশর ভূঁয়ার (৭৭) বাড়িতে গভীর রাতে হামলায়  নীজে বাদী হয়ে  ৪ জনের নাম উল্লেখ করে ও ৮/১০ জনকে অজ্ঞাত করে সীতাকুন্ড  মডেল থানায় একটি অভিযোগ করেন। অভিযোগে উল্লেখিত  বিবাদীগন হলো মো: খুরশিদ(ভূইশা ডাকাত (৫০) , নাছিম (৪৮) , নিজাম ( ৪০) এদের সর্বপিতা মৃত ইসাক। তারা তিনজনেই বাঁশবাড়িয়া ২নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা। ৪ নং বিবাদী মো : শাহ আলম(৪৫) সাং মীরসরাইয়ের হাইতকান্দি ইউনিয়ন।

অভিযোগে উল্লেখ করা হয় গত  ২০ নভেম্বর রাত ১ টার সময় বিবাদী ৮/১০ জন সহ  দেশিও অস্ত্রসস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে আমার বাড়ি তে হামলা করে। বাড়িঘর ভাংচুর করে আমার শুয়ার ঘরে জানালা ও টিনের বেড়া ক্ষতি করে যার মূল্য প্রায় ৫০,০০০ টাকা। এছাড়াও বাড়ির পাশে ৪০,০০০০ টার কলা বাগান ও ৪৫,০০০ টাকার বায়ু গ্যাস প্লান্ট ভেঙ্গে ক্ষতিসাধন করে। হামলার একপর্যায়ে  আমাদের চিৎকার শুনে চারদিক থেকে এলাকারবাসী দৌড়ে এলে তারা পালিয়ে যায় এবং আমাকে প্রাণনাশকের হুমকি দিয়ে যায়।

অভিযোগকারী আবুল বশর ভূঁইয়ার বলেন তারা মূলত আমাকে হত্যকরার উদ্দেশ্য  এসেছিলো গভীর রাতে। সঠিক সময়ে এলাকাবাসী না আসলে আমাদের হত্যা করে পরে ডাকাতের ঘাড়ে দোষ চাপিয়ে দিয়ে। এই পরিকল্পিত হত্যা চেষ্টার আমি বিচার চাই। তারা রীতিমতো আমাকে ও আমার পরিবারকে হত্যার ও ভয়-ভীতি দিয়ে আসছে । বর্তমানে আমি এবং আমার পরিবার হুমকির মুখে আছি।  প্রশাসনের কাছে আমার পরিবারের  নিরাপত্তা চাই।

এই বিষয়ে তদন্তকারী এ এস আই মোহাম্মদ  মনির হোসেন বলেন বিষয়টি আমি তদন্ত করে দেখেছি। মূলত এটি জায়গাজমি সংক্রান্ত বিষয়। এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

খালেদ / পোস্টকার্ড ;