সোনাইছড়ি মোস্তফা-হাকিম বিদ্যালয়ে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশুদিবস উদযাপন

সোনাইছড়ি মোস্তফা-হাকিম বিদ্যালয়ে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশুদিবস উদযাপন
সোনাইছড়ি মোস্তফা-হাকিম বিদ্যালয়ে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশুদিবস উদযাপন

পোস্টকার্ড ডেস্ক ।।

আজ ১৭ মার্চ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে আলহাজ্ব মোস্তফা-হাকিম ফাউন্ডেশন কর্তৃক প্রতিষ্ঠিত ও পরিচালিত দক্ষিণ সোনাইছড়ি আলহাজ্ব মোস্তফা-হাকিম হাই স্কুলে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে আবৃতি,গান,নৃত্য,চিত্রাংকন,রচনা, বক্তব্য প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহরম আলী সুজনের সভাপতিত্বে ও সহকারি শিক্ষক জনাব জেসমিন আক্তার রুনির সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রসেনা সীতাকুণ্ড উপজেলা শাখার সভাপতি জনাব আব্দুল্লাহ আল মামুন,ইসলামী ফ্রন্ট সীতাকুণ্ড উপজেলা শাখার সভাপতি জনাব আব্দুল মান্নান, ৮নং সোনাইছড়ির ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জনাব জাফর ইকবাল, অভিভাবকবৃন্দ,শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।দিবসের তাৎপর্য এবং বঙ্গবন্ধুর ঘটনাবহুল জীবন ও আদর্শের ওপর আলোচনা করেন বক্তারা।

আলোচনা শেষে প্রতিযোগিতায় অংশগ্রহনকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরন করেন আগত অতিথি ও শিক্ষকবৃন্দ। সবশেষে দোআ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

খালেদ/ পোস্টকার্ড ;