সপ্তাহ না পেরুতেই চালু হওয়া স্কুল বাস অভিভাবক ও পেশাজীবীদের দখলে !

সপ্তাহ না পেরুতেই চালু হওয়া স্কুল বাস অভিভাবক ও পেশাজীবীদের দখলে !
সপ্তাহ না পেরুতেই চালু হওয়া স্কুল বাস অভিভাবক ও পেশাজীবীদের কবলে !

পোস্টকার্ড ডেস্ক ।।

চট্টগ্রামের বিভিন্ন রোডে চালু হওয়া স্কুল বাসে শিক্ষার্থীদের পাশাপাশি সুবিধা নিচ্ছেন অভিভাবক ও পেশাজীবীরা ।পেশাজীবীদের কারণে শিক্ষার্থীরা বসার জায়গা না পেয়ে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। আবার বাসে উঠার জায়গা না পেয়ে রাস্তায় দাঁড়িয়ে ছিলো অনেক শিক্ষার্থী। আর সে কারণে শিক্ষার্থীদের দুর্ভোগ ও পরিবহন ব্যয় কমাতে নেয়া এই উদ্যোগকে প্রশ্নবিদ্ধ হয়েছে ।

গাড়ীতে উঠা অভিভাবক শাহেদুল আলম বলেন, ‘দেশের সার্বিক পরিস্থিতির কথা চিন্তা করে মেয়েকে একা ছাড়তে পারিনা। তাই অনেকটা বাধ্য হয়ে স্কুল বাসে মেয়ের সাথে যাতায়াত করছি।’

অন্যদিকে শিক্ষার্থী রাহেলা পাল্টা অভিযোগ করে বলেন ‘অভিভাবক এবং সাধারণ মানুষের জন্য আমরা (মেয়েরা) গাড়িতে খুব অনিরাপদ বোধ করছি।’

শিক্ষার্থীদের বাসে অভিভাবক ও পেশাজীবীদের যাতায়াত প্রসঙ্গে এডভোকেট মিজান বলেন, ‘শিক্ষার্থীদের বাসে অন্য যাত্রীর উঠার ব্যাপারটা আমি আজ সকালে দেখলাম, সাধারণ শিক্ষার্থীদের বসার জায়গা না দিয়ে অভিভাবক এবং সাধারণ জনগণ গাড়িতে বসে আছেন। আমাদের সবার উচিত সচেতন হওয়া এবং শিক্ষার্থীদের সহযোগিতা করা ।’