সব বিয়ে বাতিল চীনে

সব বিয়ে বাতিল চীনে
সব বিয়ে বাতিল চীনে

পোস্টকার্ড ডেস্ক ।।

অনেক চীনা নাগরীকদের কাছে অত্যন্ত গুরুত্বপুর্ণ আজকের তারিখটি। কারণ ক্যালেন্ডারের পাতায় আজকের সংখ্যাটি অত্যন্ত দারুণ ০২/০২/২০! বিশ্বের আরও অনেক দেশের মতো চীনেও বিয়ের জন্যও এমন তারিখ জনপ্রিয়। কিন্তু করোনাভাইরাস আতঙ্কে এবার জনপ্রিয় তারিখে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া থেকে নাগরিকদের বিরত থাকার আহ্বান জানিয়েছে চীন সরকার। একই সঙ্গে শেষকৃত্য অনুষ্ঠান দ্রুত সম্পন্ন করতে নির্দেশ দিয়েছে তারা।

শনিবার দেশটির নাগরিক কল্যাণবিষয়ক মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়।

বিবৃতিতে বলা হয়েছে, চলতি বছরের ২ ফেব্রুয়ারি (০২/০২/২০২০) যারা বিবাহ নিবন্ধনের ঘোষণা দিয়েছেন কিংবা অঙ্গীকার করেছেন, তাদের সবাইকে এটি বাতিল করে অন্যদের কাছে পরিস্থিতি ব্যাখ্যা করার পরামর্শ দেয়া হচ্ছে।

এ বছরের ২ ফেব্রুয়ারিকে বিয়ের অনুষ্ঠানের জন্য সৌভাগ্যের তারিখ হিসেবে বিবেচনা করা হচ্ছে। কারণ ‘০২০২২০২০’ সংখ্যাটি উভয় দিক থেকে পড়তে একই রকম। তাই, চীনে রোববার অফিস বন্ধ থাকলেও এ বছর দেশটির রাজধানী বেইজিং, সাংহাইসহ অন্যান্য শহরে এই দিনে বিয়ে নিবন্ধন সেবা চালু রাখার ঘোষণা দিয়েছিল।

প্রসঙ্গত, চীনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা লাফিয়ে বাড়ছে। এখন পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়ে ৩০৪ জন মারা গেছেন। এ ছাড়া আক্রান্তের সংখ্যাও বেড়ে ১৪ হাজার ৩০৮ জনে পৌঁছেছে বলে জানিয়েছে চীনের স্বাস্থ্য কমিশন।

গত বছরের ডিসেম্বরে চীনের উহান শহরে করোনাভাইরাস প্রথম শনাক্ত হয়। এরপর চীনের সীমানা পেরিয়ে এই ভাইরাস বিশ্বের প্রায় ২০টি দেশে ছড়িয়ে পড়েছে।

এ পর্যন্ত চীন, থাইল্যান্ড, জাপান, দক্ষিণ কোরিয়া, যুক্তরাজ্য, স্পেন, যুক্তরাষ্ট্র, ভিয়েতনাম, হংকং, সিঙ্গাপুর, ভারত, মালয়েশিয়া, নেপাল, ফ্রান্স, অস্ট্রেলিয়া, কানাডা, জার্মানি, কম্বোডিয়া, শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাত এবং তাইওয়ানে এই ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে ।