সময়ের আলোর বহুরৈখিক আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

সময়ের আলোর বহুরৈখিক আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
সময়ের আলোর বহুরৈখিক আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

পোস্টকার্ড ডেস্ক।।

বেইলি রোডের অফিসার্স ক্লাব রঙে রঙে তারায় তারায় ভরে উঠেছিল । কেউ ফুল হাতে, কেউ কেক, কেউবা ফলের ডালি নিয়ে এসেছিলেন দৈনিক সময়ের আলোর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানাতে। দেশের ক্রীড়া, প্রযুক্তি, সংস্কৃতি, চলচ্চিত্রসহ নানা অঙ্গনের তারকাদের উপস্থিতিতে সারাদিন মুখর আনন্দে সরগরম ছিল অনুষ্ঠানস্থল।

আলো, ফুল ও রঙের বহুমাত্রিক ব্যবহারে সাজানো হয়েছিল অফিসার্স ক্লাবের হলঘর। কয়েক হাজার অতিথির জন্য ছিল বর্ণিল আয়োজন। ঢুকতেই উষ্ণ অভ্যর্থনায় অতিথিদের বরণ করেন সময়ের আলোর নিবেদিতপ্রাণ সাংবাদিকবৃন্দ।

এগারোটা বাজতেই বহু বর্ণে-রঙে-কোলাহলে সচকিত হয়ে ওঠে হলঘর। শুরুতেই বাংলাদেশের প্রখ্যাত কারী হাবীবুল্লাহ বেলালীর সুললিত কণ্ঠে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর দিনব্যাপী আয়োজনের শুভ সূচনা হয়। এরপর ধানমণ্ডির মসজিদুত তাকওয়ার খতিব মুফতি সাইফুল ইসলাম দোয়া পরিচালনা করেন। এ সময় তিনি সময়ের আলোর সার্বিক উন্নতি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন বাংলাদেশ সরকারের মাননীয় তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ড. আব্দুল মোমেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ. ম. রেজাউল করিম, দুযোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিষয়ক প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান, রূপায়ন গ্রুপের চেয়ারম্যান এল. এ. মুকুল প্রমুখ।

আমিন মোহাম্মদ গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও সময়ের আলোর ব্যবস্থাপনা পরিচালক জনাব রমজানুল হক নিহাদের সার্বিক তত্ত্বাবধানে প্রতিষ্ঠাবার্ষিকীর প্রথম পর্বের বর্ণিল এ আয়োজন চলে সকাল এগারোটা থেকে বিকেল চারটা পর্যন্ত। পুরো সময়টি সাংবাদিক নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, বহু অভিনেতা-অভিনেত্রী আর আমন্ত্রিত অতিথিদের মুখর পদচারণায় ভরে ওঠে।

প্রতিষ্ঠাবার্ষিকীর দ্বিতীয় পর্বের আয়োজন চলছে দৈনিক সময়ের আলোর বাংলামোটরস্থ সিআর দত্ত রোডের কার্যালয়ে। এটি চলবে বিকেল পাঁচটা থেকে রাত দশটা পর্যন্ত। ইতোমধ্যেই নানা অঙ্গনের তারকাদের আগমনে সরগরম হয়ে উঠেছে সময়ের আলোর বার্তাকক্ষ।