‘হ্যালো ডাক্তার’র সীতাকুণ্ডে যাত্রা শুরু

‘হ্যালো ডাক্তার’র সীতাকুণ্ডে যাত্রা শুরু

পোস্টকার্ড ( সীতাকুণ্ড ) প্রতিনিধি ।।

ধনী-গরীব সকলের জন্যই বিনামূল্যে চিকিৎসকদের নিকট থেকে চিকিৎসা পরামর্শ গ্রহণের সুযোগ সৃষ্টি হয়েছে।

গ্রাম বা প্রত্যন্ত এলাকায় বসবাসরত মানুষ এখন থেকে গভীর রাতে, জরুরি প্রয়োজনে বা পথের দুরত্বের কারণে চিকিৎসা পরামর্শ পেতে আর দেরী করার প্রয়োজন নেই। হাতুড়ে চিকিৎসকের দ্বারস্থ হয়ে ভুল বা অপচিকিৎসার ঝুঁকি নেবারও প্রয়োজন নেই। যে চিকিৎসা বাড়িতে বসেই সম্ভব তার জন্য হাসপাতালে আসার প্রয়োজন নেই। আবার যে রোগটি জটিল এবং আশু চিকিৎসা প্রয়োজন তার জন্য অযথা এখানে সেখানে ঘোরাঘুরিতে সময় নষ্ট না করে বড় হাসপাতালে যাওয়ার পরামর্শটিও পাওয়া সম্ভব একটি মাত্র ফোন কল করেই। তিনজন চিকিৎসক নিয়মিত সীতাকুণ্ড উপজেলার তৃণমূল মানুষের ফোনের মাধ্যমে এ সেবা প্রদান করবেন।

গত মঙ্গলবার মাতৃভূমি সামাজিক সংগঠন আয়োজিত তৃণমূল মানুষের বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে টেলিসেবা ‘হ্যালো ডাক্তার ও আমাদের ডাক্তার’ অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায়।

মুহাম্মদ খালেদ মোশাররফের সভাপতিত্বে মাতৃভূমির সভাপতি সাইফুর রহমান শাকিলের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের সদস্য আ ম ম দিলসাদ, শিশু রোগ বিশেষজ্ঞ ডা.এস.আলম সিদ্দিকী। এতে অতিথি ছিলেন সীতাকুণ্ড প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরী, ডা.আফরোজা তালুকদার, সংগঠনের সাধারণ সম্পাদক শিপলু দাশ।