ফিরোজ শাহ কলোনি থেকে শুরু হলো ভ্রাম্যমাণ করোনা পরীক্ষার কার্যক্রম

ফিরোজ শাহ কলোনি থেকে শুরু হলো ভ্রাম্যমাণ করোনা পরীক্ষার কার্যক্রম

পোস্টকার্ড ডেস্ক ।।

প্রাণঘাতী মহামারী করোনা পরীক্ষায় নমুনা সংগ্রহের কাজ। সোমবার (১০ আগস্ট) থেকে ভ্রাম্যমাণ এই কার্যক্রম শুরু হয়েছে নগরের আকবর শাহ ধানাধীন ফিরোজ শাহ আরবান ডিসপেনসারি সেন্টারে।

শুধু এটি নয়, এমন বুথ করা হয়েছে হালিশহর, পাঁচলাইশ, শেরশাহসহ নগরের ৬ টি স্পটে। যার উদ্যোক্তা স্বেচ্ছাসেবী সংগঠন অন্তহীন ফাউন্ডেশন।

আয়োজকরা জানান, এসব বুথে সপ্তাহে একদিন করে নমুনা সংগ্রহ করা হবে। যে কেউ এসব বুথে নির্ধারিত দিনে নমুনা দিতে পারবেন। তবে বেশি সুযোগ পাবেন করোনা পরীক্ষায় বঞ্চিত নিম্ন আয়ের মানুষেরা।

অন্তহীন ফাউন্ডেশনের প্রাইম মেম্বার সরফুদ্দিন কাজল বলেন, যতদিন করোনা থাকবে ততদিন সিভিল সার্জন ও বিআইটিআইডির সহযোগিতায় এই কার্যক্রম চলবে। ৬ টি বুথে সংগঠনের মানবিক সদস্যরা নমুনা সংগ্রহের কাজে নিয়োজিত থাকবেন।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বী বলেন, এটি একটি যুগান্তকারী পদক্ষেপ। করোনোকালে নানাজন নাবা উদ্যোগ নিয়েছে। এর মধ্যে এই উদ্যোগটি নিঃসন্দেহে প্রশংসনীয়। এর মধ্য দিয়ে এতদিন যারা নমুনা পরীক্ষার বাইরে ছিলেন তাদের জন্য সুবিধা হয়েছে এবং এতে করে ঝুঁকি কমে আসবে।

পাঁচলাইশ আরবান ডিসপেনসারিতে শনিবার, হালিশহর আরবান ডিসপেনসারিতে রোববার, ফিরোজশাহ আরবান ডিসপেনসারিতে সোমবার , শেরশাহ আরবান ডিসপেনসারিতে মঙ্গলবার, স্কুল হেলথ আরবান ডিসপেনসারিতে বুধবার , গাউসুল আজম আরবান ডিসপেনসারিতে বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে দুপুর ৩ টা পর্যন্ত নমুনা দেওয়া যাবে। সরকার নির্ধারিত ২০০ টাকা দেওয়ার সামর্থ যাদের নেই তাদেরকে বিনামূল্যে নমুনা পরীক্ষার সুযোগ দেওয়া হবে বলে অন্তহীন ফাউন্ডেশনের প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়।