২১ আগস্ট গ্রেনেড হামলা : নাগরিক উদ্যোগের আয়োজনে বিশ্ব বিবেকের কাছে খোলা চিঠি উড়ালেন আ জ ম নাছির উদ্দীন

এম এ মেহেদী ।।

২১ আগস্ট গ্রেনেড হামলা : নাগরিক উদ্যোগের আয়োজনে বিশ্ব বিবেকের কাছে খোলা চিঠি উড়ালেন আ জ ম নাছির উদ্দীন
নাগরিক উদ্যোগের আয়োজনে বিশ্ব বিবেকের কাছে খোলা চিঠি উড়ালেন আ জ ম নাছির উদ্দীন

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও নগর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আ জ ম নাছির উদ্দীন বলেছেন, ২০০৪ সালের ২১ আগস্টের ঘটনাটি একেবারেই অকল্পনীয়। রাজনীতিতে যে বিশাল ঘুনপোকা ধরেছিল তারই বহি:প্রকাশ ঘটেছিল এ ঘটনা, রাষ্ট্র কিভাবে প্রতিপক্ষ রাজনীতিবিদদের উপর দমন নিপিড়ন চালাতে পারে তার নজির বিহীন প্রমান সেদিন সৃষ্টি করেছিল তৎকালীন সরকার। যার নেতৃত্বে ছিল আক্ষরিক অর্থেই স্বাধীনতা বিরোধী অপশক্তি ও আন্তর্জাতিক সন্ত্রাসী খুনী তারেক রহমান। এমন প্রতিহিংসা পরায়ন আর মানবতা বিরোধী ঘটনা কোন সুস্থ মস্তিস্কের মানুষ ঘটাতে পারে তা একেবারেই অকল্পনীয়। কিন্তু অকল্পনীয় ঘটনা ঘটে গেল ২১ আগস্ট ঢাকায় বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামীলীগের কার্যালয়ের সামনের রাস্তায় আওয়ামীলীগ আহ¦ত সন্ত্রাস বিরোধী সমাবেশে, যার সামনের সারিতে ছিলেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। যিনি তখন আওয়ামীলীগের দলীয় প্রধান এবং বিরোধী দলীয় নেত্রী। বিশ্বের নজির বিহীন এই ঘটনাটি দৃশ্যতই ঘটানো হয়েছিল শেখ হাসিনাকে রাজনীতি থেকে চিরতরে সরিয়ে দিয়ে আওয়ামীলীগ তথা বিরোধীদলকে নেতৃত্ব শুন্য করে দেওয়ার লক্ষ্যে। যেমনটা তারা চেয়েছিল ৭৫এ। সে ১৫ বছরের ১৫ আগস্ট তারাই শেষ করে দিয়েছে জাতির জনক বাংলাদেশের স্বাধীনতার রূপকারকে। এদেশের ভবিষ্যত নির্মানের উদ্যোগকারী। বিশ্বের কেউ ভাবতে পেরেছে বলে মনে হয় না। এমন বর্বরোচিত আর নারকীয় ঘটনা কোন রাজননৈতিক দল ক্ষমতায় থেকে ঘটাতে পারে। কিন্তু ক্ষমতাসীন দুবৃত্তরা এদেশে সেইরূপটাই ঘটিয়েছে,তাও ঘটিয়েছে রাষ্ট্রতন্ত্রকে ব্যবহার করে এবং তাদের পেছনের ইন্দনদাতা আর সরাসরি সাহায্যকারী পাকিস্তান থেকে সমরাস্ত্র আর্জেস গ্রেনেড এনে, যা যুদ্ধ ক্ষেত্রে ব্যবহার করা হয়। এরূপ বিধ্বংসী আর্জেস গ্রেনেড নামক বোমা-অস্ত্র ব্যবহার করে নির্বিচারে মেরে ফেলা হলো ২৪জনকে আর আহত করা হলো ৫ শতাধিক মানুষকে। তিনি গতকাল ২১ আগস্ট সকাল ১১ টায় নগরীর জামালখান প্রেসক্লাব চত্বরে চট্টগ্রাম নাগরিক উদ্যোগে আয়োজিত বাঙালি জাতির পিতা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক ও আদর্শিক উত্তরাধিকার জননেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলায় জড়িত আন্তর্জাতিক সন্ত্রাসবাদী তারেক রহমানসহ খুনিদের ঘৃণা জানানো ও আন্তর্জাতিক অপরাধের অভিযোগে যথাযথ করণীয়ের লক্ষ্যে জাতিসংঘ সহ বিশ্ববিবেকের কাছে আহ্বান জানিয়ে আকাশের ঠিকানায় খোলা চিঠি’ উড়ানো কর্মসূচি অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষনে একথা বলেন। এসময় চট্টগ্রাম নাগরিক উদ্যোগ আহ্বায়ক, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি পেশাজীবী নাগরিক সংগঠক রিয়াজ হায়দার চৌধুরীর সভাপতিত্বে ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম জেলার সাধারন সম্পাদক খোরশেদ আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর কমান্ডার মোজাফফর আহমেদ, চট্টগ্রাম প্রেসক্লাব সভাপতি আলী আব্বাস, পেশাজীবী সমন্বয় পরিষদের সভাপতি প্রফেসর ডাঃ একিউএম সিরাজুল ইসলাম, মুক্তিযোদ্ধা গবেষক প্রফেসর মুহাম্মদ ইদ্রিস আলী, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, নগর আওয়ামীলীগের সদস্য প্রকৌশলী বিজয় কুমার চৌধুরী কিষান, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস, চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, চসিক ওয়ার্ড কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, চউক বোর্ড সদস্য নগর পরিকল্পনাবিদ আশিক ইমরান, বঙ্গবন্ধু ফাউন্ডেশন চট্টগ্রাম মহানগর সভাপতি পিনাকী দাশ, মুক্তিযোদ্ধা ও সাংস্কৃতিক সংগঠক দেওয়ান মাকসুদ আহমেদ, মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট চন্দন তালুকদার ও সাবেক সাধারন সম্পাদক সুমন দেবনাথ, জন্মাষ্টমী উদযাপন পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বিমল কান্তি দে, ১৪দল নেতা ন্যাপ সাংগঠনিক সম্পাদক মিটুল দাশগুপ্ত, নজরুল সঙ্গীত শিল্পী সংস্থার সাধারণ সম্পাদক দীপেন চৌধুরী, সাংবাদিক শারমিন সুমি, লায়ন আশীষ ভট্টাচার্য, যুবনেতা ওয়াহিদুল আলম শিমুল, কবি সজল দাশ, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসম্পাদক আব্দুল্লাহ আল মামুন, ইয়াসির আরাফাত, সদস্য ওয়াহিদ রাসেল ও সাবরিনা চৌধুরী, নারী নেত্রী মনিকা ভট্টাচার্য, রুমকি সেনগুপ্ত,সংস্কৃতিকর্মী ইমরান সোহেল প্রমুখ।সমাবেশে সিটি মেয়র ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন আরো বলেন, ২১ আগস্ট বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার উপর হামলা কোন সামাজিক অপরাধ নয়, আন্তর্জাতিক সন্ত্রাস। জাতির পিতার কন্যা ও গণতন্ত্রের মানসকন্যাকে হত্যা চেষ্টার ঘটনা বিশ্ব ইতিহাসে নজিরবিহীন নিন্দনীয়অপরাধ। অথচ আজ বিশ্ব সভ্যতার ধারক বাহক দাবিদাররা লন্ডন মুলুকে সেই হামলার মাস্টারমাইন্ড বিএনপি নেতা তারেক রহমানকে আশ্রয় দিয়েছে। বাংলাদেশের আদালত এই হামলার রায় দিলেও ওই আশ্রয় বিশ্ব সভ্যতার দাবিদারদের প্রশ্নবিদ্ধ করেছে।মেয়র বলেন, বিএনপি শুধু তৎকালীন বিরোধী দলীয় নেত্রী আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টাই করেনি ,জজমিয়া নাটক সাজিয়ে দেশের মানুষ ও বিশ্ববিবেকের সাথে প্রতারণা করেছে। ‘ তাই উদ্বুদ পরিস্থিতিতে চট্টগ্রাম নাগরিক উদ্যোগের এই ‘বিশ্ববিবেকের কাছে খোলা চিঠি প্রেরণ’ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেও উল্লেখ করেন মেয়র ।সমাবেশের সভাপতি ও বিএফইউজে- বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী বলেন, এই খোলা চিঠির মাধ্যমে আমরা মুলত স্বাধীন বাংলাদেশে জাতির পিতাকে হত্যার পর তাঁর রাজনৈতিক ও আদর্শিক উত্তরাধিকারকে হত্যা চেষ্টার মধ্য দিযয়ে গণতন্ত্র বিরোধী ও গণবিদ্বেষী শক্তি কীভাবে মানুষের অধিকার এবং নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক অপরাধ করেছে তা’ই বিশ্ববিবেকের কাছে তুলে ধরেছি।পেশাজীবী নাগরিক সংগঠক রিয়াজ হায়দার চৌধুরী আরো বলেন, এখনো বাংলাদেশের অগ্রগতির বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। জাতি সংঘসহ বিশ্ববিবেকের কাছে আমরা বীরপ্রসবিনী চট্টগ্রামের নাগরিক সমাজের পক্ষ থেকে জাগর চৈতন্যের বহিঃপ্রকাশ স্বরুপ এই খোলা চিঠি পাঠালাম।’সমাবেশে বক্তারা ২১ আগস্ট গ্রেনেড হামলায় আওয়ামী লীগ নেত্রী আইভি রহমানসহ শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান। আযয়োজকরা কালোব্যাজ ধারণ করেন এবং আকাশের ঠিকানায় দেয়া খোলা চিঠিতে সংযুক্ত বেলুনে নানা রঙের মিশেলের মধ্য দিযয়ে বিশ্বের বিভিন্ন মহাদেশের প্রতিকী রূপ তূলে ধরা হয়। বিশ্ববিবেকের কাছে আহ্বান জানানো হয় খুনীদের ঘৃণা ও ঘটনাটির মামলার রায় বাস্তবায়নে সহযোগিতার।