কালুরঘাটে নতুন সেতু' নির্মাণ করা হোক - সাখাওয়াত হোসেন

কালুরঘাটে নতুন সেতু' নির্মাণ করা হোক - সাখাওয়াত হোসেন
কালুরঘাটে নতুন সেতু' নির্মাণ করা হোক - সাখাওয়াত হোসেন

কালুরঘাট সেতু -

১৯৩০ সালে ব্রিটিশ শাসনামলে লৌহ নির্মিত এ রেল সেতুটির নির্মাণ কাজ শেষ  হয়। শুধুমাত্র ট্রেন চলাচলের জন্য সেতুটি নির্মিত হলেও দেশ বিভাগের পর ১৯৫৮ সালে সেতুটিকে সবরকম যানবাহন চলাচলের জন্য উপযোগী করে বর্তমান রূপ দেয়া হয়।

২০০১ সালে সেতুটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে রেলওয়ে কর্তৃপক্ষ। ২০১১ সালে চূয়েটের একদল গবেষক সেতুটিকে আরেকবার ঝুকিপূর্ণ ঘোষণা করেছিলেন।

প্রকৌশলীদের মতে লোহার সেতু ৬০ বছরের বেশি ব্যবহার করা ঠিক নয়।তথাপি ৯২ বছর বয়সী মেয়াদোত্তীর্ণ সেতুটির মুল কাঠামোর কোন পরিবর্তন না করে শুধুমাত্র উপরের অংশে কিছু সংস্কার করে আবারও যানবাহন চলাচলের জন্য সেতুটিকে উপযোগী করার চেষ্টা  করা হচ্ছে। ফলে ঝুঁকিপূর্ণ ঘোষিত এ সেতুটিতে যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে।

প্রাচীন আমলের নদী পারাপারের বাহন ফেরিতে করে চরম অনিয়ম ও কষ্টের মধ্যে বোয়ালখালীবাসীকে বর্তমানে নদী পার হতে হচ্ছে। 

বোয়ালখালীবাসীর প্রাণের দাবী-
"কালুরঘাটে নতুন সেতু' নির্মাণ করা হোক"।

মোহাম্মদ সাখাওয়াত হোসেন 

ভূমি কর্মকর্তা                                  
ভাটিয়ারী ভূমি অফিস
সীতাকুণ্ড ।

খালেদ / পোস্টকার্ড ;