আরও ৬৫ জন আক্রান্ত​​​​​​​ চট্টগ্রামে , মোট শনাক্ত ১৭০০

আরও ৬৫ জন আক্রান্ত​​​​​​​ চট্টগ্রামে , মোট শনাক্ত ১৭০০
আরও ৬৫ জন আক্রান্ত​​​​​​​ চট্টগ্রামে , মোট শনাক্ত ১৭০০

নিজস্ব প্রতিবেদক ।।

চট্টগ্রামে নতুন করে ৬৫ জনের শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে করোনা সংক্রমিত রোগী শনাক্তের সংখ্যা দাঁড়ালো সতেরশ জনে। তবে রবিবারের নতুন রোগী শনাক্তের এ সংখ্যা সাম্প্রতিক কয়েকদিনে সবচেয়ে কম। নমুনা পরীক্ষার সংখ্যা কমে যাওয়ায় রোগী শনাক্তের সংখ্যাও কমেছে। কক্সবাজারের ল্যাবে ২টিসহ চট্টগ্রামের তিনটি ল্যাবে মোট ২৬৪টি নমুনা পরীক্ষা হয়েছে রবিবার।

এই ২৬৪টি নমুনায় ৬৫ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। অথচ আগের দিন (শনিবার) এসব ল্যাবে চট্টগ্রামের ৪৫১টি নমুনা পরীক্ষা হয় যেখানে ১৬৬ জনের করোনা শনাক্ত হয়। এর আগের দিন (২২ মে শুক্রবার) নমুনা পরীক্ষা হয় ৫৪৫টি। তখন নতুন রোগী শনাক্ত হয় ১৬১ জন। ২১ মে পরীক্ষা হয় ৪৬২টি নমুনা। ওই দিন চট্টগ্রামের ৯০ জনের করোনা পজিটিভ পাওয়া যায়। হিসেবে গত কয়েকদিনের তুলনায় গড়ে দেড়শ থেকে দুশো পর্যন্ত কমসংখ্যক নমুনা পরীক্ষা হয়েছে রবিবার।

নমুনা পরীক্ষার সংখ্যা কমে যাওয়ায় রোগী শনাক্তের সংখ্যাও কমেছে উল্লেখযোগ্য হারে। আগের দিন যেখানে ১৬৬ জনের করোনা শনাক্ত হয় সেখানে রবিবার পাওয়া গেছে ৬৫ জনের। ঈদের ছুটির কারণে নমুনা পরীক্ষা কার্যক্রমে প্রভাব পড়েছে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

তারা বলছেন, ঈদের ছুটির কারণে সবকিছুতে একটা ঢিলেঢালা ভাব চলে আসে। নমুনা পরীক্ষা কার্যক্রমেও এর প্রভাব পড়তে পারে। এটা অস্বাভাবিক নয়।

এই প্রভাব আরও কয়েকদিন থাকতে পারে। আর এ সময়টাতে নমুনা পরীক্ষার সংখ্যা আরও কমে যেতে পারে বলেও মনে করছেন চিকিৎসক ও সংশ্লিষ্টরা।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে, রবিবার চট্টগ্রামে নতুন শনাক্ত ৬৫ জনের মধ্যে মহানগরে শনাক্ত হয়েছেন ৪৪ জন। আর ২১ জন উপজেলা পর্যায়ের।

মহানগরে শনাক্তদের মাঝে যমুনা টেলিভিশন, চট্টগ্রাম অফিসের একজন সংবাদকর্মী, কয়েকজন চিকিৎসক-নার্স ও পুলিশ সদস্য আছেন।

এদিকে, করোনা আক্রান্ত আরও একজনের মৃত্যু হয়েছে চট্টগ্রামে।

নাছির উদ্দিন (৫৮) নামে ওই রোগী শনিবার রাত সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন জেনারেল হাসপাতালের করোনা টিমের ফোকাল পারসন ডা. আব্দুর রব।

এর বাইরে আগে মারা যাওয়া এক ব্যক্তির নমুনা পরীক্ষার রিপোর্টে রবিবার করোনা পজিটিভ এসেছে। ২২ মে ওই ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, ফৌজদারহাটের বিআইটিআইডিতে রবিবার ২০১টি নমুনা পরীক্ষায় চট্টগ্রামের ৩৫ জনের করোনা শনাক্ত হয়। এর মধ্যে ১৬ জন মহানগরীর। আর ১৯ জন উপজেলা পর্যায়ের।

ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ২২টি নমুনা পরীক্ষায় চট্টগ্রামের একজনেরও করোনা পাওয়া যায়নি।

আর চট্টগ্রাম মেডিকেল কলেজের ল্যাবে ৩৯টি নমুনা পরীক্ষা হয় রবিবার। এতে চট্টগ্রামের ৩০ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।

এর মধ্যে ২৮ জন মহানগরীর এবং ২ জন উপজেলার বাসিন্দা। এছাড়া কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে চট্টগ্রামের ২টি নমুনা পরীক্ষা হয়। তবে ওই দু’টি নমুনায় একজনের শরীরেও করোনা পাওয়া যায়নি।

রবিবার সব মিলিয়ে ২৬৪টি নমুনা পরীক্ষায় চট্টগ্রামের ৬৫ জনের করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে যার ৪৪ জন মহানগরীর। আর ২১ জন উপজেলা পর্যায়ের।

উপজেলা পর্যায়ে শনাক্তদের মাঝে পটিয়ায় ৩ জন, বাঁশখালীতে ৪ জন, বোয়ালখালীতে ২ জন, হাটহাজারীতে ৪ জন, মিরসরাইতে ১ জন এবং সীতাকুণ্ডে ৭ জন রয়েছেন।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এ তথ্য নিশ্চিত করেছেন। নতুন করে করোনা শনাক্ত হওয়া রোগীদের আইসোলেশনে নেওয়ার কথা জানান সিভিল সার্জন।

এদিকে, নতুন করে শনাক্ত ৬৫ জনসহ এ নিয়ে চট্টগ্রাম জেলায় করোনা আক্রান্ত শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৭শ’ জনে। করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত চট্টগ্রামে মারা গেছেন ৫৪ জন।

এছাড়া নতুন ১০ জনসহ এ পর্যন্ত ১৬০ জন রোগী চিকিৎসা নিয়ে বাসায় ফিরে গেছেন ।