‘‘আল ইহসান ফাউন্ডেশন" আনোয়ারার করোনায় মৃতের দাফন ও সৎকার করবে

‘‘আল ইহসান ফাউন্ডেশন
আনোয়ারায় সহকারী কমিশনার (ভূমি) তানভীর আহমেদ চৌধুরীর কাছে করোনা আক্রান্ত মৃত ব্যক্তির দাফন ও সৎকার করার স্বেচ্ছাসেবকদের তালিকা জমা দিচ্ছেন “আল ইহসান ফাউন্ডেশন” নেতৃবৃন্দ ।

আনোয়ারা প্রতিনিধি ।।

করোনা রোগে আক্রান্ত মৃত ব্যক্তির গোসল-কাফন-দাফন,জানাজা ও সৎকার করার উদ্যোগ গ্রহণ করেছে আনোয়ারার মানবতাবাদী ও স্বেচ্ছাসেবী সংগঠন “আল ইহসান ফাউন্ডেশন”।

বুধবার এ কাজ করার অবহিতকরণ করে আনোয়ারা উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সহকারী কমিশনার (ভূমি), উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও উপজেলা ইসলামিক ফাউন্ডেশনে তালিকা জমা দেন সংগঠনের সাধারণ স¤পাদক ও টিমের প্রধান সমন্বয়ক মাষ্টার নুরুল ইসলাম। এসময় টিমের অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মাওলানা মুহাম্মদ মফিজ উল্লাহ্‌ ও মুহাম্মদ জাহেদুল হক, আনোয়ারা উপজেলা কেনদ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা আবদুল কাদের, মাওলানা মফিজ উল্লাহ মুহাম্মদ জাবেদ প্রমুখ।

পরে বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানদের নিকট অনুলিপি প্রেরণ করেন। সংগঠনের সাধারণ স¤পাদক ও টিমের প্রধান সমন্বয়ক মাষ্টার নুরুল ইসলাম সাংবাদিকদের জানান, বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে প্রতিদিনই আক্রান্তের সংখ্যা যেমন বাড়ছে তেমনি দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। কিন্তু আশ্চর্যজনক হলেও সত্য যে, মৃত ব্যক্তির গোসল-কাফন-জানাজা-দাফন ও সৎকারে পরিবারের সদস্যরাও বিব্রত বোধ করছেন, যা আমাদের বিবেক’কে নাড়া দিয়েছে।

তাই আমাদের স্বেচ্ছাসেবকদের সাথে আলোচনা করে আনোয়ারায় করোনায় মৃত ব্যক্তির শেষ বিদায়ে যেন কোনো অবহেলা না হয় এবং নিজ নিজ ধর্ম (মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান) অনুসারে সম্মানের সহিত লাশের গোসল-কাফন-জানাজা-দাফন ও সৎকার করতে আমরা এগিয়ে এসেছি। তিনি আরো জানান, উপজেলা টিমের পাশাপাশি প্রতিটি ইউনিয়ন পর্যায়ে টিম গঠন করা হয়েছে। আগামী শুক্রবার সেচ্ছাসেবকদের প্রশিক্ষণ কর্মশালা করা হবে।