আ.লীগের প্রেসিডিয়াম সদস্য হলেন যারা

আ.লীগের প্রেসিডিয়াম সদস্য হলেন যারা

পোস্টকার্ড ডেস্ক ।।

বাংলাদেশ আওয়ামী লীগের দুদিনব্যাপী ২১তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ২০ ও ২১ ডিসেম্বর। শুক্র ও শনিবার অনুষ্ঠিত এ সম্মেলনে প্রেসিডিয়াম সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন-  সৈয়দা সাজেদা চৌধুরী, মতিয়া চৌধুরী, শেখ সেলিম, মোহাম্মাদ নাসিম, সাহারা খাতুন, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, কাজী জাফরউল্লাহ, নুরুল ইসলাম নাহিদ, ড. আব্দুর রাজ্জাক, ফারুক খান, মান্নান খান, পীযুষ কান্তি ভট্টাচার্য, আব্দুল মতিন খসরু, রামেশ চন্দ্র সেন, শাজাহান খান, জাহাঙ্গীর কবির নানক ও আব্দুর রহমান।

শনিবার (২১ ডিসেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনে কাউন্সিল অধিবেশনে তারা নির্বাচিত হন। এ সময় আরও সাড়ে ৭ হাজারের বেশি কাউন্সিলর উপস্থিত ছিলেন ।

এর আগে সভাপতি পদে শেখ হাসিনার নাম প্রস্তাব করেন আব্দুল মতিন খসরু। সমর্থন করেন পীযুষ ভট্টাচার্য। আর সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের পদে নাম প্রস্তাব করেন জাহাঙ্গীর কবির নানক। সমর্থন করেন আবদুর রহমান।

এর আগে শুক্রবার দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ২১ তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন উদ্বোধন করেন দলটির সভাপতি  প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর উদ্বোধনী অধিবেশনে সভাপতির বক্তব্য রাখেন তিনি। এছাড়া সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে আওয়ামী লীগের দলীয় পতাকা উত্তোলন করেন দলটির সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

প্রসঙ্গত, শনিবার সকাল ১০টায় দ্বিতীয় দিনের অধিবেশন আরম্ভ হয়। এ অধিবেশনের উদ্বোধন ঘোষণা করেন দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।