বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সীতাকুণ্ডে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সীতাকুণ্ডে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সীতাকুণ্ডে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

পোস্টকার্ড ডেস্ক ।।

নানা আয়োজনে সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা ও আনন্দ র‍্যালির আয়োজন করা হয়। কেক কাটার পূর্বে বক্তব্যে কর্মীদের উদ্দেশ্য নেতৃবৃন্দ বলেছেন, সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিএনপি-জামায়তের নাকশকতা ও অগ্নিসংযোগের জবাব দিতে সকল নেতাকর্মী ও সমর্থকদের প্রস্তুত থাকতে হবে।

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার বিকাল ৩ টায় সীতাকুণ্ড পৌর সদরে তিন নেতা ঐক্যবদ্ধ্য হয়ে বিশাল মিছিল বের করেন। এতে প্রায় ৫ হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন। মিছিলটি পৌর সদর প্রদক্ষিণ করে উপজেলা পরিষদে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে। এরপর সীতাকুণ্ডস্থ জেলা পরিষদ মিরনায়তনে উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল্লাহ আল বাকের ভূঁইয়ার সভাপতিত্বে এবং উপজেলা আ.লীগের যুগ্ম সম্পাদক তাজুল ইসলাম নিজামী, শওকত আলী জাহাঙ্গীর ও সাইদ মিয়ার পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন- সীতাকুণ্ড আসনের সংসদ সদস্য দিদারুল আলম। প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান এস এম আল মামুন । বক্তব্য রাখেন- আ ম ম দিলশাদ, আওয়ামী নেতা আজিজুল হক, জাহাঙ্গীর ভূঁইয়া প্রমুখ।

প্রধান অতিথি সাংসদ দিদারুল আলম বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বিশ্ব দরবারে বাংলাদেশ আজ উচ্চ মর্যাদায় আসীন।দেশ, জাতি, দলের জন্য ব্যক্তিগত হিসাব-নিকাশ ভুলে যেতে হবে। তাই সকল নেতা কর্মিকে ঐক্য উপহার দিতে চাই । নেতা কর্মিরা ঐক্যবদ্ধ আছে। জামায়াত-বিএনপির ষড়যন্ত্র ও নাশকতার উপযুক্ত জবাব দিতে নেতা কর্মিরা প্রস্তুত।

সীতাকুণ্ড আওয়ামীলীগের সভাপতি আবদুল্লা আল বাকের ভূঁইয়া বলেন, যেসকল সীতাকুণ্ড আওয়ামীলীগে কোন বিভেধ নাই । ইউনিয়ন আওয়ামীলীগের কমিটি নিয়ে বিতর্ক রয়েছে তা যৌথভাবে সিদ্ধান্ত নিয়ে সমস্যার সমাধান করা হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনের যে মনোনয়ন পায় আমরা তার পক্ষে কাজ করবো। সীতাকুণ্ডে কোন গ্রুপিং থাকবে না ।

খালেদ / পোস্টকার্ড ;