করোনার কারণে ঘরবন্দি দিনরাত্রি, শুটিং খুবই মিস করছি -রিমি করিম

করোনার কারণে ঘরবন্দি দিনরাত্রি, শুটিং খুবই মিস করছি -রিমি করিম
রিমি করিম। ছবি: ফেসবুক

রিমি করিম ।।

রোজার ঈদের কাজ গত বছর এপ্রিল মাসে শেষ করে অলরেডি কোরবানি ঈদের কাজও শুরু করে দিয়েছিলাম। আর এই বছর করোনাভাইরাস পরিস্থিতির কারণে একটাও ঈদের কাজ করতে পারিনি। বেশ কয়েকটা একক নাটক ও ৭ পর্বের ধারাবাহিকের ডেট দিয়েছিলাম আর রানিং ধারাবাহিকগুলোর ডেটও দিয়েছিলাম। কিন্তু সকল শুটিং ২২ মার্চ থেকে ‌‌বন্ধ করতে বাধ্য হয়েছি আমরা। কিছু সিরিয়াল আর নতুন পর্ব না থাকায় বন্ধ হয়ে যাচ্ছে; কিছু আবার প্রথম পর্ব থেকে প্রচার করছে চ্যানেল কর্তৃপক্ষ।

শুটিং খুবই মিস করছি। একটাই তো প্রধান কাজ, অভিনয় করা; কিন্তু সেটাই করতে পারছি না। আমরা যারা অভিনয়শিল্পী,  নাট্যনির্মাতা, ডিওপি, সহকারি পরিচালক, লেখক, প্রযোজক- আমরা সবাই বিপর্যয়ের মধ্যে পড়ে গেছি। সবচেয়ে করুন অবস্থায় আছেন আমাদের প্রোডাকশন ম্যানেজার, স্পট বয়, লাইট-ক্যামেরার ক্রু, মেকাপ আর্টিস্ট এবং ড্রাইভাররা। আমরা সবাই ডেইলি বেসিসে কাজ করে রোজগার করি। আমাদের কোনো 'ওয়ার্ক ফ্রম হোম' সিস্টেম বা মান্থলি ইনকামের স্যালারি নেই। শুধু আমাদের পেশার লোকজন না, প্রত্যেকটা পেশাদার তার নিজ নিজ জায়গা থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

 
 

জানি না সামনে কি দিন অপেক্ষা করছে। আপাতত বাড়িতেই আছি এবং আলহামদুলিল্লাহ্ সুস্থ আছি। শারীরিকভাবে সুস্থ থাকলেও মানসিকভাবে কতটা সুস্থ আছি এবং সামনে থাকব, বুঝতে পারছি না। সারাক্ষণ ভয়ে ভয়ে কাটাচ্ছি; কারণ কাউকে এই যুদ্ধে হারাতে চাই না।

এত অবসর সময় আগে কখনো পাইনি। আজ পেয়েও আমরা বন্দি। মার্চ মাসের ২০ তারিখ শেষ শুটিং করেছিলাম আর ২১ তারিখ থেকে আমি গৃহবন্দি। আজ ৪৩ দিন পূর্ণ হলো। প্রকৃতি আমাদের অনেক কিছু শিখিয়ে দিচ্ছে। আমরা কোনো কিছুই আটকে রাখতে পারছি না। যা আসার, তা আসছে; যা থাকার, তা থাকছে, আর যা চলে যাওয়ার, সেটা চলে যাচ্ছে। নিয়তি বড়ই অদ্ভুত।

আজ আমরা অনেক অসহায় হয়ে গেছি; তবুও  পজিটিভ থাকার চেষ্টা করছি। পরিবারকে ভালোভাবে সময় দিচ্ছি, বন্ধুদের খোঁজ নিচ্ছি, নিজের মতো করে ধর্ম পালন করছি, কলিগদের সঙ্গে ভিডিওকলে আড্ডা দিচ্ছি, নতুন নতুন রেসিপি দেখে রান্না করছি, অনেক সিনেমা দেখছি, নিজের সাথেও সময় কাটাচ্ছি। নিজের সামর্থ্যনুযায়ী অসচ্ছলদের যতটুকুই পারছি, সহযোগিতা করার চেষ্টা করছি। সবাইকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্বাস্থ্য বিধি ও নিয়ম মেনে চলার পরামর্শ দিচ্ছি। জরুরি প্রয়োজন ছাড়া সবাইকে ঘরে থাকার অনুরোধ করছি।

 
 

তবে যারা আমাদের সুস্থতা এবং সব ধরনের সহযোগিতা করার জন্যে এই করোনাযুদ্ধে বাড়ির বাইরে আছেন, তাদের স্যালুট জানাই। বিশেষ করে ডাক্তার, নার্স , হাসপাতালকর্মী, পুলিশ, সেনাবাহিনী, পরিষ্কার পরিচ্ছন্নতাকর্মী ও সব ধরনের দোকানদার- সবাইকে। আর সবচেয়ে বেশি আমাদের সাংবাদিকরা, যারা প্রতি মুহূর্তের খবরাখবর আমাদের দিতে বিভিন্ন স্থানে জীবনের ঝুঁকি নিয়ে যাচ্ছেন। আপনাদের সবার প্রতি ভীষণ শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও ভালোবাসা। আপনারা ভালো থাকবেন।

সৃষ্টিকর্তা আমাদের দেশকে, আমাদের পৃথিবীকে সুস্থ করে দিন, এই প্রার্থনা করি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন এবং পরিবেশকে সুস্থ রাখুন।

  • লেখক: অভিনেত্রী