কর্নেল হাটে আবারো অভিযান- বেশি দামে ওষুধ বিক্রি, দুই ফার্মেসিকে ৫০ হাজার টাকা জরিমানা

কর্নেল হাটে আবারো অভিযান- বেশি দামে ওষুধ বিক্রি, দুই ফার্মেসিকে ৫০ হাজার টাকা জরিমানা
কর্নেল হাটে আবারো অভিযান- বেশি দামে ওষুধ বিক্রি, দুই ফার্মেসিকে ৫০ হাজার টাকা জরিমানা

পোস্টকার্ড ডেস্ক।

চট্টগ্রামের কর্নেল হাটে আবারো অভিযান চালিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৬ জুন) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আলী হাসান এ অভিযান পরিচালনা করেন। এ সময় বেশি দামে ওষুধ বিক্রি করায় নগরের কর্নেল হাটের দুই ফার্মেসিকে ৫০ হাজার টাকার জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আলী হাসান বলেন, আকবরশাহ থানার কর্নেল হাট এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে বেশি দামে ওষুধ বিক্রি করার দায়ে মাতৃ ফার্মেসিকে ৩০ হাজার টাকা ও সিটি ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা করেন। প্রতিষ্ঠান দুটিতে বিপুল পরিমাণে অননুমোদিত ভারতীয় ওষুধ, মেয়াদোত্তীর্ণ ওষুধ ও যৌন উত্তেজক ওষুধ এবং বেশি দামে ওষুধ বিক্রির অভিযোগে এ জরিমানা করা হয়। এছাড়াও দুটি ফার্মেসিতেই ওষুধ প্রশাসনের ইস্যুকৃত লাইসেন্সের শর্ত অমান্য করার অভিযোগ প্রমাণিত হয়।

তিনি আরও বলেন, এছাড়াও ওষুধ প্রশাসনের অনাপত্তিপত্র (এনওসি) বিহীন মাস্ক তৈরির একটি কারখানায় অভিযান চালানো হয়। এ সময় কারখানা বন্ধ অবস্থায় পাওয়া যায় এবং কোনো কর্মচারি বা মালিকপক্ষের কাউকে কারখানায় পাওয়া যায়নি।