করোনায় পরীক্ষা নেয়া সম্ভব না হওয়ায় শিক্ষাবোর্ডগুলোকে এইচএসসির ফল প্রকাশ ও সনদ বিতরণের ক্ষমতা প্রদান

করোনায় পরীক্ষা নেয়া সম্ভব না হওয়ায় শিক্ষাবোর্ডগুলোকে এইচএসসির ফল প্রকাশ ও সনদ বিতরণের ক্ষমতা প্রদান
করোনায় পরীক্ষা নেয়া সম্ভব না হওয়ায় শিক্ষাবোর্ডগুলোকে এইচএসসির ফল প্রকাশ ও সনদ বিতরণের ক্ষমতা প্রদান

শিক্ষাঙ্গন ডেস্ক ।।

প্রাণঘাতী মহামারি করোনার কারণে পরীক্ষা নেয়া সম্ভব না হওয়ায় গত বছরের এইচএসসি ও সমমানের ফলাফল প্রকাশ ও সনদ বিতরণের ক্ষমতা শিক্ষা বোর্ডগুলোকে প্রদান করেছে সরকার।

মঙ্গলবার রাতে জারি করা তিনটি গেজেটের মাধ্যমে নয়টি সাধারণ বোর্ডের সঙ্গে মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা বোর্ডকে এই ক্ষমতা দিয়েছে সরকার। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ পরামর্শক কমিটির সুপারিশের ভিত্তিতে এ ক্ষমতা প্রদান করা হয়।

সেখানে বলা হয়েছে, চলমান বৈশ্বিক মহামারী কোভিড-১৯ এর কারণে ২০২০ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা গ্রহণ করা সম্ভব না হওয়ায় এ সংক্রান্ত আইনগুলো সংশোধন করা হয়েছে। ওইসব সংশোধিত আইনের ক্ষমতাবলে এ সংক্রান্ত গঠিত পরামর্শক কমিটির সুপারিশের ভিত্তিতে বোর্ডগুলোকে এই ক্ষমতা দেওয়া হয়েছে। বোর্ডগুলো উচ্চ মাধ্যমিকের ফল প্রস্তুত, প্রকাশ ও সনদ বিতরণের ক্ষমতা পাওয়ায় এখন ফল প্রকাশের সব বাধা দূর হেয়েছে বলে জানিয়েছেন একজন কর্মকর্তা।

১১টি শিক্ষা বোর্ডের ১৩ লাখ ৬৫ হাজার ৭৮৯ জন শিক্ষার্থীর এবার এইচএসসি ও সমমানের পরীক্ষা দেওয়ার কথা ছিল। পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল ১ এপ্রিল থেকে।

কিন্তু করোনাভাইসের প্রকোপ বাড়তে শুরু করলে ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়। তার আগে এসএসসি পরীক্ষা হয়ে গেলেও আটকে যায় এইচএসসি পরীক্ষা।