' খাসকথা ' খালেদ সরফুদ্দীন এর অসাধারণ ছড়াগ্রন্থ - রাশেদ রউফ

পোস্টকার্ড ডেস্ক ।।

' খাসকথা ' খালেদ সরফুদ্দীন এর অসাধারণ ছড়াগ্রন্থ - রাশেদ রউফ
' খাসকথা ' খালেদ সরফুদ্দীন এর অসাধারণ ছড়াগ্রন্থ - রাশেদ রঊফ

‘কিছু কিছু কথা আছে বলা যায় না
কিছু কিছু কান আছে মলা যায় না

কিছু কিছু কথা আছে বলে দিতে হয়
কিছু কিছু কান আছে মলে দিতে হয়।’

এরকম অনেক চমৎকার ছড়ার স্রষ্টা খালেদ সরফুদ্দীন। একজন শক্তিমান ছড়াসাহিত্যিক ও দক্ষ শিশুকিশোর সংগঠক। থাকেন যুক্তরাষ্ট্রে। সম্প্রতি প্রকাশিত হয়েছে তাঁর অসাধারণ ছড়াগ্রন্থ ‘খাসকথা’। আরো আনন্দের বিষয়, বইটি তিনি উৎসর্গ করেছেন আমাকে। এই বইটির জন্য বন্ধু খালেদ সরফুদ্দীনকে জানাই অভিনন্দন। বইটির প্রচ্ছদ করেছেন কাওছার মাহমুদ, প্রকাশ করেছে আদিগন্ত।

এই পরিসরে আমি স্মরণ করছি আরো অনেক লেখককে, যাঁরা এর আগে আমাকে বই উৎসর্গ করেছেন। তাঁদের কেউ একটি, কেউ একাধিক বই উৎসর্গ করেছেন। তাঁদের মধ্যে রয়েছেন কবি আসাদ চৌধুরী, সুব্রত বড়ুয়া, বিপ্রদাশ বড়ুয়া, সুকুমার বড়ুয়া, রফিকুল হক দাদুভাই, আলী ইমাম, আখতার হুসেন, ড. মাহবুবুল হক, লুৎফর রহমান রিটন, আমীরুল ইসলাম, সুজন বড়ুয়া, রফিকুর রশীদ, আহসান মালেক, আশরাফুল আলম পিনটু, আলম তালুকদার, ড. আনোয়ারা আলম, মুস্তাফা মাসুদ, তহুরীন সবুর ডালিয়া, রহীম শাহ, অরুণ শীল, মোস্তফা হোসেইন, দীপু মাহমুদ, নেছার আহমদ, সিরু বাঙালি, হাসনাত আমজাদ, স ম শামসুল আলম, দীপক বড়ুয়া, বিপুল বড়ুয়া, উৎপলকান্তি বড়ুয়া, এমরান চৌধুরী, উৎপলকান্তি বড়ুয়া, আকতার হোসাইন, আজিজ রাহমান, রমজান মাহমুদ, শিবু কান্তি দাশ, মোশতাক রায়হান, অমিত বড়ুয়া, ওবায়দুল সমীর, ফরিদা ইয়াসমিন সুমি, রমজান আলী মামুন, রহমান হাবীব, আবুল কালাম বেলাল, জুবাইর জসীম, ইসমাইল জসীম, সুসেন কান্তি দাশ, আকাশ আহমেদ, আমানউদ্দীন আবদুল্লাহ, আলী আসকর, শামীম খান যুবরাজ, আখতারুল ইসলাম, আবদুল মতিন রিপন, লিটন কুমার চৌধুরী, কোহিনুর আকতার, চন্দ্রশিলা ছন্দা, গোফরান উদ্দীন টিটু, রুনা তাসমিনা, সৈয়দা সেলিমা আকতার, বাসুদেব খাস্তগীর, আনোয়ারুল হক নূরী, গোফরান উদ্দীন টিটু, সনজিত দে, নান্টু কুমার দাশ, সইমন নজরুল, কানিজ ফাতিমা, এয়াকুব সৈয়দ, মিলন বনিক, সাঈদুল আরেফীন, জাকির হোসেন কামাল, নজরুল জাহান, ডা. কল্যাণ বড়ুয়া, কাঞ্চনা চক্রবর্তী, হুমায়ুন আবিদ, কাজী মোহাম্মদ শাহজাহান, সাজিব চৌধুরী, মালেক মাহমুদ প্রমুখ। [কারো নাম বাদ পড়লে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি]