চিটাগং ক্লাবের পিঠা ফুল বই প্রদর্শনী শেষ হলো উৎসবমুখর পরিবেশে

চিটাগং ক্লাবের পিঠা ফুল বই প্রদর্শনী শেষ হলো উৎসবমুখর পরিবেশে
চিটাগং ক্লাবের পিঠা ফুল বই প্রদর্শনী শেষ হলো উৎসবমুখর পরিবেশে

পোস্টকার্ড প্রতিবেদক ।।

চিটাগাং ক্লাবে সংগীত, নৃত্যানুষ্ঠান আর গ্রামীণ আবহের সাজসজ্জায় জাঁকজমকপূর্ণভাবে সম্পন্ন হলো পিঠা, বই ও পুস্প প্রদর্শনী ২০২০। গত ৭ ফেব্রুয়ারি (শুক্রবার) ক্লাব সুইমিংপুল প্রাঙ্গণে সকাল ১১টা থেকে শুরু হয় প্রদর্শনীর কার্যক্রম। বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে দর্শক সমাগম। মেলায় বই পিঠাপুলি, ফুল, বনসাইয়ের পাশাপাশি বিভিন্ন প্রজাতির পাখির উপস্থিতি ছিল লক্ষ্যণীয়। এছাড়া মুইট্টা , সাইন্না, জালা/ আতিক্কা, চিতই, দুধপুলি, গোলাপ পিঠা, ইত্যাদি দেশি-পিঠাপুলি নিয়ে অংশ নেয় রেবেকা নাসরিনের পিঠালয়, নাজমুন নিসার খাইয-লইয, ফারজানা আখতারের গুড ফুড, আফরোজা সুলতানার পুতুলের রান্নাঘর, আকলিমা বেগমের আ’আনজিনা ফুড কর্নার, রকিবা খানমের বিছমিল্লাহ পিঠাঘর, রূহি মোস্তফার এ্যাসেনসিয়ালস পিঠাঘর, এবং মেরীস কিচেন।

এছাড়া আমরা চট্টগ্রাম নামে স্টলটি যোগ হয় হস্তশিল্পের দৃষ্টিনন্দন পণ্য নিয়ে । গোলাপসহ নানাজাতের মৌসুমী ও দেশি বিদেশি ফুলের টব বনসাই ও ইনডোর টপ নিয়ে অংশ নেয় পুস্পকলি নার্সারি, সবুজ কলি নার্সারি, বনায়ন নার্সারি এবং চিটাগং বনসাই এন্ড টেরারিয়াম হাউস। এর পাশাপাশি ছিল কারেন্ট বুক সেন্টার, বাতিঘর ও বিচিত্রা লাইব্রেরির মত বুক স্টলগুলোর পাঠক প্রিয় সংগ্রহগুলো।

রাত ১০টা পর্যন্ত দর্শকপূর্ণ এই মেলায় সপরিবারে ক্লাব মেম্বার ছাড়াও ছাড়াও দেশি-বিদেশি অতিথিরা অংশ নেন। ক্লাবের সুইমিংপুলে এউপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বেলুন উড়িয়ে প্রদর্শনীর উদ্বোধন করেন চিটাগং ক্লাব লি.এর চেয়ারম্যান জসিম উদ্দিন চৌধুরী । এসময় সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, এধরনের মেলার আয়োজন অতি দূরের মানুষকে কাছে টেনে আনে । তিনি বিনোদনমূলক এই আয়োজনে ক্লাব সদস্যদের উৎসাহ উদ্দীপনায় অংশ গ্রহণে সন্তোষ প্রকাশ করেন এবং সুন্দর আয়োজনের জন্য বাগান বিভাগের মেম্বার ইনচার্জ, ভাইস চেয়ারম্যান ও সকল কমিটি মেম্বারসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। অনুষ্ঠানের সূচনায় স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম ক্লাব লি.এর কমিটি মেম্বার, বাগান বিভাগের মেম্বার ইনচার্জ আবু আহমেদ হাসনাত ।

অনুষ্ঠানে চট্টগ্রাম ক্লাব লি.এর ভাইস চেয়ারম্যান মঞ্জুরুল হক মঞ্জু, জেনারেল কমিটির সদস্য নুর উদ্দিন জাবেদ, ইমতিয়াজ হাবিব (রনি), মোসলেহউদ্দিন আহমেদ (অপু), এ এ এম ইমতিয়াজ চৌধুরী (রকি), সৈয়দ আহসানুল হক (শামিম), মো. রফিকুল ইসলাম মিয়া (বাবুল), আলী আহসান (সেলিম), মঞ্জুরুল আলম ( পারভেজ ) প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নির্বাচিত বিভিন্ন ক্যাটাগরিতে পিঠালয়, পুতুলের রান্নাঘর ও মেরীস কিচেনকে পুরস্কার তুলে দেন চিটাগাং ক্লাব চেয়ারম্যান জসিম উদ্দিন চৌধুরী, ভাইস চেয়ারম্যান মঞ্জুরুল হক মঞ্জু এবং বাগান বিভাগের মেম্বার ইনচার্জ আবু আহমেদ হাসনাত।-বিজ্ঞপ্তি