চট্টগ্রামে খাল দখল করে নির্মান করা শফি মোটর্সের বাড়ি উচ্ছেদ

পোস্টকার্ড প্রতিবেদক ।।

চট্টগ্রামে খাল দখল করে নির্মান করা শফি মোটর্সের বাড়ি উচ্ছেদ
চট্টগ্রামে খাল দখল করে নির্মান করা শফি মোটর্সের বাড়ি উচ্ছেদ

সিডিএর ভ্রাম্যমাণ আদালত নগরীর ডবলমুরিং থানার মনসুরাবাদ এলাকায় খাল দখল করে নির্মান করা এক অভিজাত পরিবারের বাড়ি উচ্ছেদ করেছে ।

রোববার বিকালে এই উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম উন্নয়ন কতৃপক্ষ(সিডিএ)এর স্পেশাল ম্যাজিস্ট্রেট সাইফুল আলম চৌধুরী। তাকে সহযোগীতা করেন সেনাবাহিনীর সদস্যরা।

মনসুরাবাদ এলাকার আজব বাহার খালের উপর বাড়িটি নির্মান করিয়েছিলেন শফি মোটর্স এর সত্ত্বাধিকারী হাজী শফি।

বাড়িটি খালের উপর হওয়ায় ইতোপূর্বে  নিজ উদ্যোগে ভেঙে ফেলতে নোটিশ দিয়েছিল সিডিএ। কিন্তু তারা বাড়িটি না ভাঙায় রোববার সিডিএর ম্যাজিস্ট্রেট অভিযান চালিয়ে বাড়িটির বিভিন্ন অংশ ভেঙে দেয়।

ম্যাজিস্ট্রেট বাড়ির ৩মালিক ও ম্যানেজারকে ১০লাখ টাকা জরিমানাও করেছে।

ম্যাজিস্ট্রেট সাইফুল আলম চৌধুরী জানান, হাজী শফির ছেলে সৈয়দ মো: ফজলুল কাদের, সৈয়দ মো: ফজলুল হক, সৈয়দ মো: ফজলুল করিম ও  একেএম ইমদাদুল হককে খালের উপর অবৈধভাবে বাড়ি নির্মানের জন্য  প্রত্যেককে ২ লাখ করে ৮ লাখ আর জলাধার ভরাটের কারনে ৫০ হাজার করে ২ লাখ টাকা  মোট ১০ লাখ টাকা জরিমানা করা হয়।