চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে মাঠে ২৭৭ কাউন্সিলর প্রার্থী, নতুন ৮ প্রার্থীর মনোনয়ন জমা

চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে মাঠে ২৭৭ কাউন্সিলর প্রার্থী, নতুন ৮ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিবেদন ।। 

গতকাল মনোনয়নপত্র জমাদানের শেষদিনে সংরক্ষিত আসনের একজনসহ মোট ৮ জন প্রার্থী চট্টগ্রাম সিটি কর্পোরেশনের চার ওয়ার্ডের উপ নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এই ৮ কাউন্সিলর প্রার্থীসহ চসিক নির্বাচনে এখন মাঠ পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৭৭ জন (সাধারণ এবং সংরক্ষিত) কাউন্সিলর প্রার্থী। অপরদিকে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৭ জন প্রার্থী। ৪ আসনের উপ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়া প্রার্থীদের প্রত্যাহারের শেষ দিন ৭ জানুয়ারি। ৮ জানুয়ারি থেকে তারা (৭ মেয়র ও ২৭৭ জন কাউন্সিলর প্রার্থী) প্রচার-প্রচারণা শুরু করতে পারবেন।

গতকাল ৪ ওয়ার্ডের উপ নির্বাচনে যেসব কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন তাদের মধ্যে সংরক্ষিত আসন-৬ এ মনোনয়নপত্র জমা দিয়েছেন ফারজানা পারভিন। সাধারণ ৩৭ নম্বর ওয়ার্ডে মনোনয়নপত্র জমা দিয়েছেন মেজবাহ উদ্দিন আহমেদ, মো. সালাহ উদ্দিন আহমেদ, মো. হারুণ উর রশীদ, মো. আবদুল মান্নান ও মো. শফিউল আলম। সাধারণ ৪০ নম্বর ওয়ার্ডে মনোনয়নপত্র জমা দিয়েছেন মো. জসীম উদ্দিন সওদাগর ও মো. নাছির আহমদ।

এই ব্যাপারে চট্টগ্রামের অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা মো. কামরুল আলম জানান, সংরক্ষিত ৬ নম্বর ওয়ার্ডে আজকে (গতকাল) ১ জনসহ মোট ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

অপরদিকে সাধারণ ৩৭ নম্বর ওয়ার্ডে গতকাল ৫ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। আগের আছেন ৪ জন প্রার্থী। এই ওয়ার্ডে এখন কাউন্সিলর প্রার্থী সংখ্যা দাঁড়িয়েছে ৯ জনে। ৪০ নম্বর ওয়ার্ডে আজকে (গতকাল) ২ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এই দুইজনসহ এখন কাউন্সিলর প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ জন। ৩০ নম্বর ওয়ার্ডে নতুন করে কেউ মনোনয়নপত্র জমা দেননি। আগের ৩ প্রার্থীই প্রতিদ্বন্দ্বিতা করছেন।

উল্লেখ্য, গত ২৯ মার্চ চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট গ্রহণের দিন ধার্য ছিল। কিন্তু এর ৯ দিন আগে করোনা পরিস্থিতির কারণে নির্বাচন স্থগিত করা হয়। এরই মধ্যে করোনাকালীন সময়ে সংরক্ষিত ৬ নম্বর ওয়ার্ডে একজন এবং সাধারণ ৩০ নম্বর ওয়ার্ডে ১ জন, ৩৭ নম্বর ওয়ার্ডে একজন, ৪০ নম্বর ওয়ার্ডে একজন কাউন্সিলর প্রার্থী মারা যান। এই কারণে এই ওয়ার্ডগুলোতে উপ নির্বাচনের জন্য নতুন করে তফসিল ঘোষণা করা হয়। গতকাল এই ৪ ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীদের মনোনয়নপত্র জমাদানের শেষদিন ছিল।