সিএমপি-বিদ্যানন্দ ফিল্ড হাসপাতাল চালু হচ্ছে চট্টগ্রামে

সিএমপি-বিদ্যানন্দ ফিল্ড হাসপাতাল চালু হচ্ছে চট্টগ্রামে
সিএমপি-বিদ্যানন্দ ফিল্ড হাসপাতাল চালু হচ্ছে চট্টগ্রামে

পোস্টকার্ড ডেস্ক।।

প্রাণঘাতী করোনা চিকিৎসায় বন্দর নগরী চট্টগ্রামে যুক্ত হচ্ছে ১০০ শয্যা বিশিষ্ট সিএমপি-বিদ্যানন্দ ফিল্ড হাসপাতাল। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সার্বিক সহযোগিতায় ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের অর্থায়নে নগরীর পতেঙ্গার বি কে কনভেনশন সেন্টারে অস্থায়ী ভিত্তিতে চালু করা হচ্ছে এই হাসপাতাল।

সিএমপি এই হাসপাতালের সার্বিক নিরাপত্তা, জনবল নিয়োগ ও ব্যবস্থাপনায় ভূমিকা রাখবে। সম্পূর্ণ স্বেচ্ছাশ্রমে প্রতিষ্ঠিত এই হাসপাতালের চিকিৎসা সেবা করোনা ভাইরাস পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে বলে সিএমপি কমিশনার আশাবাদ ব্যক্ত করেছেন। করোনা ভাইরাস প্রতিরোধে বন্দর নগরীর জনসাধারণের জীবন রক্ষায় সিএমপি ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের এই উদ্যোগ একটি অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে বলে জানান সিএমপির অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) আবু বক্কর সিদ্দিক।

সংশ্লিষ্টরা জানান, ১০০ শয্যার এই হাসপাতালে থাকছে ২০টি ‘হাই ফ্লো’ অক্সিজেন থেরাপির সুবিধাসম্বলিত শয্যা। সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্টের মাধ্যমে প্রতিটি শয্যার সঙ্গে থাকবে সংযোগ। রোগীদের যাতায়াতের জন্য থাকবে সার্বক্ষণিক অ্যাম্বুলেন্স সার্ভিস। হাসপাতালে ১২ জন চিকিৎসক, ১৮ জন নার্স ও ৫০ জন স্বেচ্ছাসেবক থাকবেন সার্বক্ষণিক চিকিৎসা ও সেবার দায়িত্বে। এই হাসপাতালে সম্পূর্ণ বিনামূল্যে করোনা টেস্ট করা হবে। আক্রান্তরা বিনামূল্যে চিকিৎসা পাবে।