চট্টগ্রামেই এখন বিশ্বমানের চিকিৎসাসেবা , পার্কভিউ হসপিটাল

চট্টগ্রামেই এখন বিশ্বমানের চিকিৎসাসেবা , পার্কভিউ হসপিটাল
পার্কভিউ হসপিটাল

পোস্টকার্ড ডেস্ক।।

চট্টগ্রামের পাঁচ কোটি মানুষের চিকিৎসাসেবা নিশ্চয়তার লক্ষ্যে বিশ্বমানের সেবা নিয়ে নগরীর পাঁচলাইশ এলাকায় গড়ে উঠেছে বেসরকারিভাবে সর্ববৃহৎ বিশেষায়িত হাসপাতাল ‘পার্কভিউ হসপিটাল’। হাসপাতালটি উদ্বোধনের পর থেকে সেবা নিতে আসা রোগীদের আন্তর্জাতিক মানের সেবা দিয়ে যাচ্ছে। ইতোমধ্যে হাসপাতালের চিকিৎসাসেবা নিয়ে রোগী সাধারণের কাছে সুনাম অর্জনে সক্ষম হয়েছে। সেই সাথে বাড়ছে দিন দিন রোগীদের ভিড়। ২৫০ শয্যার বিশেষায়িত হাসপাতালে রয়েছে অত্যাধুনিক চিকিৎসা সরঞ্জামসহ জরুরি চিকিৎসা ব্যবস্থা। এছাড়া চিকিৎসাসেবার সংকট নিরসনে চট্টগ্রামবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে হাসপাতালটি অগ্রণী ভূমিকা পালন করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নিম্নে হাসপাতালে প্রতিটি ফ্লোর এবং বিভিন্ন ইউনিটের সুযোগ সুবিধা সম্পর্কে বর্ণনা করা হল।

নীচ তলা : গ্রাউন্ড ফ্লোরে রয়েছে রোগী এবং ডাক্তারদের তথ্য নেয়ার রিসিপশান, হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে রোগীদের জন্য রয়েছে বিশ্বের নামি-দামি সব ফার্মাসিউটিক্যাল কোম্পানির মেডিসিন সমৃদ্ধ আউটডোর ফার্মেসী, ডায়াগনস্টিক রোগীদের পরীক্ষা-নিরীক্ষার ফি নেয়ার জন্য ল্যাব এন্ট্রি, প্যাথলজি পরীক্ষা-নিরীক্ষার জন্য সর্বাধুনিক মেশিনসমৃদ্ধ প্যাথলজি ল্যাব, নারী ও পুরুষ উভয়ের জন্য আলাদা আলাদা স্যাম্পল কালেকশান ইউনিট, নারী ও পুরুষের আলাদা টয়লেট ও ওয়াশরুম, রিপোর্ট নেয়ার জন্য আলাদা রিপোর্ট ডেলিভারি কাউন্টার, ইমার্জেন্সি রোগীর ভর্তির জন্য ইমার্জেন্সি এডমিশান ডেস্ক এবং ইমার্জেন্সি ইউনিট। আউটডোর ফার্মেসি সরকার ঘোষিত ‘মডেল ফার্মেসি’ হিসেবে স্বীকৃত এবং ইমার্জেন্সি ইউনিটে মোট ৮টি বেডসহ চট্টগ্রামে এই প্রথম ইমার্জেন্সি অপারেশান থিয়েটার এর সুবিধা চালু আছে; যা চট্টগ্রামে অন্যকোন হাসপাতালে নেই। এছাড়া বেসমেন্ট ১ ও বেসমেন্ট ২ তে প্রায় ১০০টি প্রাইভেট কার পার্কিং সুবিধা। বিদ্যুৎ চলে গেলে ৮০০ কেভিএ এর দুটি জেনারেটর এর ইনস্ট্যান্ট বিদ্যুৎ সুবিধার ব্যবস্থা রয়েছে।

১ম তলায় রেডিওলজি ও ইমেজিং ইউনিট : এখানে রয়েছে সর্বাধুনিক মেশিনসমৃদ্ধ আল্ট্রাসনোগ্রাফি, ইসিজি, ইকোকার্ডিওগ্রাফি, ইটিটি, ইউরোফ্লোমেট্রি, এন্ডোসকপি, কোলনস্কপি, এমআরআই, এক্স-রে, সিটিস্ক্যান, বিএমডি সুবিধা। জাপানের বিখ্যাত কোম্পানি ঝঐওগঅউতট , জার্মানীর ঝরবসবহং ও এঊ ঐবধষঃযপধৎব, কোরিয়ার ঝঅগঝটঘএ সহ বিশ্বের আধুনিক কোম্পানির তৈরি মেশিন দিয়ে পার্কভিউ হাসপাতালে সকল পরীক্ষা-নিরীক্ষা ব্যবস্থা রয়েছে।

২য় ও ৩য় তলায় বিশেষজ্ঞ ডাক্তার চেম্বার ব্লক : পার্কভিউ হাসপাতালে রয়েছে ৭০ জন বিশেষজ্ঞ রোগীর দেখার জন্য চেম্বার সুবিধা। এর মধ্যে অর্থোপেডিকস বিশেষজ্ঞ ডা. এটিএম রেজাউল করিম, ডা. মোহাম্মদ মহসিন, শিশুরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মুসলিম উদ্দিন সবুজ, ডা. মোহাম্মদ শাহ আলম, ইউরোলোজি বিশেষজ্ঞ ডা আবদুস সালাম, গাইনি বিশেষজ্ঞ ডা. তফিকুর নাহার মোনা, হৃদরোগ বিশেষজ্ঞ ডা. এম এম আলম সাদী, আইইমন জাহাঙ্গীর সেলিম, মেডিসিন বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ রেজাউল করিম, ডা. এএসএম জাহেদ, গ্যাস্ট্রো ও মেডিসিন বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ জসিম উদ্দিনসহ বিভিন্ন বিভাগের ৬০জন ডাক্তার নিয়মিত রোগী দেখছেন।
৪র্থ তলা এডমিন ব্লক : পার্কভিউ হাসপাতালে রয়েছে নারী ও পুরুষ উভয়ের জন্য আলাদা-আলাদা নামাজের জন্য মসজিদ, চেয়ারম্যান, ম্যানেজিং ডিরেক্টর, মেডিকেল ডিরেক্টরসহ জেনারেল স্টাফদের জন্য বøক, বোর্ড সেমিনার রুম ও হাসপাতাল একাউন্টস ব্লক। এছাড়া একাউন্টস ইন্টিগ্রেটেড হাসপাতাল ম্যানেজমেন্ট সফটওয়ার নিখুঁতভাবে পরিচালনা ও ইন্টারকানেকটিভিটি এর জন্য সর্বাধুনিক নেটয়ার্কিং সিস্টেম অত্যাধুনিক কম্পিউটারসহ সিসিটিভি মনিটরিং সিস্টেম যা প্রতিটি রোগীর নিরাপত্তাব্যবস্থা সার্বক্ষণিক সুনিশ্চিত করা হচ্ছে।

৫ম তলায় অপারেশান থিয়েটার ইউনিট : এই ফ্লোরে রয়েছে কম খরচে অপারেশানের জন্য আধুনিক ৮টি অপারেশান থিয়েটার সমৃদ্ধ অপারেশান থিয়েটার ইউনিট। এই ইউনিটে রোগীদের জন্য রয়েছেÑ আলাদা নিউরোসার্জারি অপারেশান থিয়েটার, ইএনটি অপারেশান থিয়েটার, জেনারেল সার্জারি অপারেশান থিয়েটার, সেপসিস অপারেশান থিয়েটার, ইউরোলোজি অপারেশান থিয়েটার, অর্থোপেডিক অপারেশান থিয়েটার, ল্যাপারোস্কোপি অপারেশান থিয়েটার, গাইনি ও অবস অপারেশান থিয়েটার। এছাড়াও আছে প্রি অপারেটিভ, পোস্ট অপারেটিভ, লেবার রুমের সুবিধা।

৬ তলায় ডায়ালাইসিস, সিসিইউ, আইসিইউ, এইচডিইউ, এনআইসিইউ সুবিধা : ৬ষ্ঠ তলায় রয়েছে ১০টি আধুনিক বেড ও মেশিনারিসমৃদ্ধ কিডনি রোগীদের জন্য ডায়ালাইসিস সুবিধা, জটিল হৃদরোগীদের জন্য ১৫ বেডের সিসিইউ ও আইসিইউ এবং এইচডিইউ সুবিধা, নবজাতকদের জন্য ১৫ বেডের এনআইসিইউ সুবিধা।

৭ম, ৮ম, ৯ম, ১০, ১১ তলায় কেবিন ও জেনারেল বেড সেকশান :
হাসপাতালে চিকিৎসাসেবা নেয়া রোগীদের সুবিধা জন্য প্রায় ২৫০টি কেবিন ও বেডের সুবিধা আছে এই দুই ফ্লোরে। ভি.আই.পি কেবিন থেকে শুরু করে গরীব রোগীর জন্য রয়েছে সমপর্যায়ের সেবার আন্তর্জাতিক মানের জেনারেল বেড সুবিধা। এছাড়া সার্বক্ষণিক ডাক্তার ও নার্সরা থাকার জন্য ডাক্তার স্টেশান ও নার্স স্টেশান রয়েছে প্রতিটি ফ্লোরে।

১২ তলায় রেস্টুরেন্ট : আকর্ষণীয় ও মনোরম পরিবেশে খাওয়া-দাওয়ার জন্য এই ফ্লোরে রয়েছে ২৪ ঘণ্টা রেস্টুরেন্ট সুবিধা। এই রেস্টুরেন্ট শুধু হাসপাতাল স্টাফ এবং রোগীরা ছাড়াও বাহিরের অতিথিদের জন্য রয়েছে সুব্যবস্থা। এছাড়া এই ফ্লোরে রয়েছে দেশ-বিদেশ থেকে আগত ডাক্তার ও কনসালটেন্টদের জন্য রেস্টরুম ও খাওয়া-দাওয়ার জন্য সুব্যবস্থা। ওয়াশিং প্ল্যান্ট, সেন্ট্রাল স্টোর এবং সুবিশাল কনফারেন্স রুমের ব্যবস্থা আছে।
অন্যান্য সুবিধা : পার্কভিউতে রোগীদের জন্য ২০ জন ধারণক্ষমতা সম্পন্ন দুটি লিফট, ১০ জন ধারণক্ষমতা সম্পন্ন ২টি লিফট, কনসালটেন্টদের জন্য একটি লিফট এবং মালামাল পরিবহনের জন্য একটি কার্গো লিফটসহ মোট ৬টি লিফটের সুবিধা। সেন্ট্রাল এসি সিস্টেম, নিজস্ব অক্সিজেন প্ল্যান্ট, ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, আরও প্ল্যান্টসহ পরিবেশবান্ধব অনেক সুযোগ-সুবিধা। হাসপাতালের কার্যক্রম নিখুঁতভাবে পরিচালনার জন্য মাইসফট লিমিটেড থেকে ইন্টিগ্রেটেড একাউন্টস সুবিধাসহ হাসপাতাল ম্যানেজমেন্ট সফটওয়্যার নেয়া হয়েছে সেটি চট্টগ্রামে অন্যকোন হাসপাতালে নেই। হাসপাতালের সফটওয়্যার ও বিভাগগুলোর মধ্যে ইন্টারকানেকটিভি, আইপি ক্যামেরার মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করার জন্য ১০ কোটি টাকা ব্যায়ে সিসকো সিস্টেমের সার্ভার রুম স্থাপন করা হয়েছে। প্রায় ৮০টি আইপি ক্যামেরার মাধ্যমে রোগী প্রবেশ থেকে শুরু করে বাহির হওয়া পর্যন্ত গতিবিধি লক্ষ্য রাখা হয়। আগুন লাগলে জরুরি ব্যবস্থা হিসেবে সেন্টাল ফায়ার এলার্ম, ফায়ার ফাইটিং সিস্টেম এবং গ্যাস এলার্মের ব্যবস্থা রয়েছে। এছাড়া জরুরি অবস্থায় ঘোষণার জন্য সেন্ট্রাল পিএ সিস্টেম সুবিধা আছে প্রতিটি ফ্লোরে।
এদিকে পার্কভিউ হাসপাতাল কর্তৃপক্ষের আগ্রহের প্রেক্ষিতে পূর্বদেশের একটি টিম হাসপাতালের অত্যাধুনিক চিকিৎসা ব্যবস্থা দেখতে পরিদর্শনে যান। টিমের সদস্যরা হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর ডা. এটিএম রেজাউল করিমের সাথে সৌজন্য সাক্ষাৎকালে হাসপাতালের যাবতীয় সুযোগ-সুবিধা অবহিত করেন। এসময় সার্বিক সহযোগিতায় সাথে ছিলেন, এইচআর বিভাগের ডিজিএম মো. হুমায়ুন কবির, আইটি কনসালটেন্ট ইমতেয়াজ মাহমুদ চৌধুরী, মার্কেটিং হেড জাহেদুল ইসলাম প্রমুখ।