চট্টগ্রামের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আইটি ফেয়ার'২০২০ উদ্বোধন

চট্টগ্রামের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আইটি ফেয়ার'২০২০ উদ্বোধন

প্রযুক্তি ডেস্ক।।

চট্টগ্রামের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে তৃতীয় চিটাগাং আইটি ফেয়ার-২০২০ শুরু হয়েছে । আজ শনিবার (২৫ জানুয়ারি) থেকে আগ্রাবাদে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন।

চট্টগ্রাম চেম্বার ও সোসাইটি অব চট্টগ্রাম আইটি প্রফেশনাল (এসসিআইটিপি) যৌথভাবে এ মেলার আয়োজন করছে। প্রতিদিন ১০টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে। দেশের ৩০টিরও অধিক প্রতিষ্ঠানের মোট ৫৮টি স্টল এই  মেলায়। মেলা চলবে ২৭ জানুয়ারি সোমবার পর্যন্ত। দেশীয় প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান ওয়ালটন এই মেলার  সিলভার স্পন্সর।

টেকনোলোজি পার্টনার হিসেবে রয়েছে ‘আমরা নেটওয়ার্ক’। আগামীকাল ২৬ জানুয়ারি রবিবার বিকেলে সেমিনার পার্টনার সফোজ কর্তৃক সাইবার সিকিউরিটিজ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে।

মেলার শেষ দিন ২৭ জানুয়ারি সোমবার বিকেলে গ্রামীণফোন কর্তৃক আরেকটি সেমিনার অনুষ্ঠিত হবে।