চানাচুরের মোড়ক ,চিপস ও পানির খালি বোতল ফেরত দিলেই টাকা কিংবা বিনামূল্যে একটি পণ্য

শাহনেওয়াজ ।।

চানাচুরের মোড়ক ,চিপস ও পানির খালি বোতল ফেরত দিলেই টাকা কিংবা বিনামূল্যে একটি পণ্য
চানাচুরের মোড়ক ,চিপস ও পানির খালি বোতল ফেরত দিলেই টাকা কিংবা বিনামূল্যে একটি পণ্য

চানাচুরের মোড়ক ,চিপস ও পানির খালি বোতল ফেরত দিলেই পাওয়া যাবে নির্দিষ্ট পরিমাণে টাকা কিংবা বিনামূল্যে একটি পণ্য। সম্প্রতি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে প্লাস্টিক ব্যবহার নিয়ে আয়োজিত এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মো. শাহাবউদ্দিন।

সভায় ইট ও ইটভাটাঁ স্থাপনের আইন বাস্তবায়ন, প্লাস্টিক উৎপাদনের জন্য আমদানি করা কাঁচামাল বিক্রি, দেশের বড় বড় শহরের রাস্তা থেকে ২০ বছরের পুরনো যানবাহন প্রত্যাহার, উন্নয়ন প্রকল্প এলাকায় কিংবা সড়ক মেরামতের সময় পানি ছিটানো, বায়ুদূষণপ্রবণ শিল্প-কারখানা থেকে বায়ুদূষণ বন্ধ করা ও নারায়ণগঞ্জসহ বেশ কয়েকটি শহরে রাস্তার পাশে বেআইনি বর্জ্য ডাম্পিং না করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সভায় উল্লেখ করা হয়, পলিমার দানা তথা পলিথিন উৎপাদন নিরুৎসাহিত করা হবে। পলিথিন শপিং ব্যাগের কাঁচামাল প্লাস্টিক দানার ওপর শুল্ক কিংবা কর বাড়ানো হলে এর মূল্য বৃদ্ধি পাবে, ফলে এর ব্যবহার কমে যাবে।
সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, পলিথিন শপিং ব্যাগ কিংবা বিকল্প পরিবেশবান্ধব পলিথিন ব্যাগ উৎপাদনকে উৎসাহিত করার জন্য প্লাস্টিক দানার আমদানির ওপর শুল্ক বা কর বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।
সভায় বলা হয়, ব্যবহার করা পলিপ্যাক কিংবা টেট্রাপ্যাক, পানির বোতল ফেরত দিলে নির্ধারিত হারে মূল্য ফেরত দেওয়ার বিষয়টিকে গুরুত্ব দেওয়া হলে কিংবা কার্যকর করা হলে ভালো ফল পাওয়া যাবে।
সভায় আরও সিদ্ধান্ত নেওয়া হয়, চিপস, চানাচুরের মোড়ক হিসেবে ব্যবহৃত পলিপ্যাক কিংবা টেট্রাপ্যাকের নির্দিষ্টসংখ্যক খালি প্যাকেট ফেরত দিলে নির্দিষ্ট পরিমাণে টাকা দেওয়া হবে। কিংবা একটি পণ্য বিনামূল্যে দেওয়া হবে। একই সঙ্গে প্লাস্টিকের খালি বোতল ফেরত দিলে নির্ধারিত হারে মূল্য ফেরত দেওয়া হবে। এ বিষয়টি প্যাকেটের গায়ে লেখা থাকতে হবে বলে নির্দেশনা দেওয়া হয়েছে শিল্প মন্ত্রণালয়, পরিবেশ অধিদফতর ও বিএসটিআইকে।
সভায় আরও সিদ্ধান্ত নেওয়া হয়, পরিবেশ অধিদফতর এনফোর্সমেন্ট কার্যক্রমের আওতায় নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ উৎপাদক ও ব্যবহারকারীকে শাস্তির আওতায় আনার বিষয়টি নিশ্চিত করা হবে।
প্লাস্টিক উৎপাদনের জন্য আমদানি করা কাঁচামাল বৈধ লাইসেন্সধারী প্রতিষ্ঠান ছাড়া অন্য কোনো প্রতিষ্ঠানে বিক্রি করা যাবে না। আমদানিকারক প্রতিষ্ঠান কোন প্রতিষ্ঠানের কাছে কী পরিমাণ প্লাস্টিকের কাঁচামাল বিক্রি করল তার একটি তালিকা সংরক্ষণ করতে হবে। আর সেই তালিকা প্রতি মাসে বাণিজ্য মন্ত্রণালয় ও পরিবেশ অধিদফতরে পাঠাতে হবে।
সভায় আরও সিদ্ধান্ত নেওয়া হয়, পরিবেশদূষণের জন্য ঢাকা মহানগরীসহ দেশের বড় বড় শহরের রাস্তা থেকে ২০ বছরের পুরনো যানবাহন প্রত্যাহার করা হবে।
এ বিষয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে। বায়ুদূষণকারী যানবাহন যেন ফিটনেস সনদ না পায় তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। যানবাহনে ব্যবহার করা ডিজেলে বিদ্যমান সালফারের পরিমাণ কমানোর জন্য দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
সভায় আরও সিদ্ধান্ত নেওয়া হয়, উন্নয়ন প্রকল্প এলাকা, সড়ক মেরামত ও ঢাকা মহানগরীসহ বড় বড় শহরে উন্নয়নমূলক কাজের সময় সাইটে পানি ছিটানো হবে। একই সঙ্গে তা মনিটরিংও করা হবে।
সভায় চামড়া শিল্পনগরীর সিইটিপি আগামী ডিসেম্বরের মধ্যে কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়। কোনোক্রমে বাইপাস করে ধলেশ^রী নদী কিংবা অন্য কোনো নদীতে বর্জ্য ফেলা যাবে না। প্রতিটি ট্যানারিকে তাদের সৃষ্ট ক্রোম ও সাধারণ তরল বর্জ্য নির্গমনের জন্য আলাদাভাবে ড্রেন নির্মাণ করতে হবে। আর চামড়া শিল্পনগরীতে কর্মরত শ্রমিকদের সৃষ্ট পয়ঃবর্জ্যরে পরিবেশসম্মত ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে।