ছাত্র-ছাত্রীদের ফ্রী ব্লাড গ্রুপ নির্ণয়ে কাজ করছে সীতাকুণ্ড ব্লাড ডোনার্স সোসাইটি

ছাত্র-ছাত্রীদের ফ্রী ব্লাড গ্রুপ নির্ণয়ে কাজ করছে সীতাকুণ্ড ব্লাড ডোনার্স সোসাইটি
ছাত্র-ছাত্রীদের ফ্রী ব্লাড গ্রুপ নির্ণয়ে কাজ করছে সীতাকুণ্ড ব্লাড ডোনার্স সোসাইটি

জাহিদুল ইসলাম রুমন, সীতাকুণ্ড, চট্টগ্রাম।।

সম্প্রতি সরকারের সিদ্ধান্ত মোতাবেক যারা নতুন ভোটার হতে প্রস্তুতি গ্রহণ করেছেন তাদের অবশ্যই ব্লাড গ্রুপ লাগবে৷ এবং স্কুল কলেজের ছাত্র-ছাত্রীদের ইউনিক আইডি নির্ণয়েও ব্লাড গ্রুপ জানা আবশ্যক। আর এ ব্লাড গ্রুপ জানতে সম্পূর্ণ বিনা মূল্যে সহযোগীতা করে যাচ্ছেন স্বেচ্ছাসেবী সংগঠন সীতাকুণ্ড ব্লাড ডোনার্স সোসাইটি।

২ এপ্রিল শনিবার সকাল ৯.৩০মিনিট থেকে দুপুর ১২.৩০মিনিট পর্যন্ত সীতাকুণ্ড ডিগ্রি কলেজ মাঠে ফ্রি রক্তের গ্রুপ নিণর্য় কর্মসূচি সম্পন্ন করেছেন এ স্বেচ্ছাসেবী সংগঠনটি। আর এতে সহযোগীতা করেছেন বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা সীতাকুণ্ড উপজেলা শাখা।

সকাল ৯.৩০মিনিট থেকে দুপুর ১২.৩০মিনিট পর্যন্ত চলা এ ক্যাম্পিং এ সর্বামোট ৩০০ জন ছাত্র-ছাত্রীর ফ্রী ব্লাড গ্রুপ নির্ণয় করা হয়। পাশাপাশি স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিত করা হয়। ফ্রী ব্লাড গ্রুপ নির্ণয় উদ্বোধন করতে এসে সীতাকুণ্ড ডিগ্রী কলেজ প্রিন্সিপ্যাল আফাজ উদ্দিন বলেন, ছাত্র-ছাত্রীদের ইউনিক আইডির প্রয়োজনে ব্লাড গ্রুপ জানা আবশ্যক, আর এতে সহযোগীতা করছেন সীতাকুণ্ড ব্লাড ডোনার্স সোসাইটি। আমি সীতাকুণ্ড ডিগ্রী কলেজের পক্ষ থেকে সাধুবাদ জানাই এবং সোসাইটির সাথে সংশ্লিষ্ট সকলের মঙ্গল কামনা করি।

এ সময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা উপজেলা শাখার সভাপতি জাবের আল মাহমুদ, পৌর ছাত্রলীগের সভাপতি ইব্রাহীম বাবুল, ছাত্রলীগ নেতা রিফাত, আরও উপস্থিত ছিলেন সোসাইটির সভাপতি রুমন, এডমিন এলিট, নুর ইসলাম, সদস্য নাজিম, আবির, তুহিন, আকবর, রাকিব, হারুনুর রশিদ, আসিফ, মুক্তা, আসমা, হুমাইরা, আকরাম, ইমন, বেলাল, উসমান গণি, মনির প্রমুখ।

খালেদ / পোস্টকার্ড ;