জটিল রোগ থেকে মুক্তি পেতে সীতাকুণ্ডে চিরকুট লিখে এক যুবকের গলায় ফাঁস

জটিল রোগ থেকে মুক্তি পেতে সীতাকুণ্ডে চিরকুট লিখে এক যুবকের গলায় ফাঁস
জটিল রোগ থেকে মুক্তি পেতে সীতাকুণ্ডে চিরকুট লিখে এক যুবকের গলায় ফাঁস

নিউজ ডেস্ক ।।

আবদুল হাকিম ফরহাদ জিকু (২২) নামের সীতাকুণ্ডের এক অসুস্থ যুবক চিরকুট লিখে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছ।

আজ সোমবার সকাল ৯টার সময় উপজেলার পৌরসদরের দক্ষিণ মহাদেবপুর ৬নং ওয়ার্ডের হাসান গোমস্তাপাড়া মকবুল ড্রাইভার এর বাড়িতে এঘটনা ঘটে।

নিহত জিকু ওই এলাকার মৃত ইসমাইল সওদাগরের পুত্র। পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে চমেক হাসপাতালে পঠিয়েছে।

জিকু সীতাকুণ্ড ডিগ্রী কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলো। পরিবারের লোকজন মৃতদেহের সাথে একটি চিরকুট উদ্ধার করে। তাতে লিখা ছিল “পুলিশ ভাই আমি অসুস্থ্যতা সহ্য করতে পারছিনা। তাই নিজেই চলে গেলাম। আমার ফ্যামেলীর উপর যেন কোন সমস্যা না হয় তার জন্যে বিনীত অনুরোধ করছি”।

বিষয়টি নিশ্চিত করে পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিল দিদারুল আলম এ্যাপোলো জানান, জিকু দীর্ঘদিন ধরে কঠিন রোগে ভূগছিল। পরিবার থেকে চিকিৎসার কোন কমতি ছিলো না। বেশ কিছুদিন আগে খাওয়া দাওয়া বন্ধ করে দেয়, শরীরে অসহ্য জ্বালা যন্ত্রণায় ভুগতো। পরিবারের অজান্তে এই অবস্থায় স্বেচ্ছায় সে রুমের ভিতরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

পাশাপাশি কাউকে দোষ না দিতে সে একটি চিরকুট নিজ হাতে লিখে দিয়েছে। সে লিখেছে তার মৃত্যুর জন্য কেউ দায়ী না।

খালেদ / পোস্টকার্ড ;