ফেনীর অপহৃত দুই কিশোরী সীতাকুন্ড থেকে উদ্ধার, আটক ২

ফেনীর অপহৃত দুই কিশোরী সীতাকুন্ড থেকে উদ্ধার, আটক ২
ফেনীর অপহৃত দুই কিশোরী সীতাকুন্ড থেকে উদ্ধার, আটক ২

সীতাকুন্ড প্রতিনিধি ।।

ফেনীর দাগনভূঞা থেকে অপহৃত দুই কিশোরী একদিন পর চট্টগ্রামের সীতাকুন্ড থেকে ১৫ ও ১৭ বছরের দুই কিশোরীকে উদ্ধার করেছে র‍্যাব। অপহরণের সাথে জড়িত থাকায় মো. জায়েদুল ইসলাম আকাশ (২২) ও রাকিব হোসেন (২০) নামে দুই অপহরণকারীকে আটক করে  র‍্যাব।

সোমবার রাতে অপহৃতদের মা দাগনভূঞা থানায় মামলা দায়ের করলে আসামীদের দাগনভূঞা থানায় হস্তান্তর করেছে র‍্যাব।

আটককৃত মো. জায়েদুল ইসলাম আকাশ ফেনী জেলার দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের মোমারিজপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে ও রাকিব হোসেন ফেনী শহরের রামপুর জলিল বেপারির বাড়ির  মো. ইউসুফের ছেলে।

দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ আহমেদ জানান, মঙ্গলবার আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। উদ্ধারকৃত কিশোরীদের শারীরিক পরীক্ষার জন্য ফেনী জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

র‍্যাব-৭ ফেনী ক্যাম্পের কোম্পানী অধিনায়ক সিনিয়র সহকারী পরিচালক ও অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান জানান, গত রোববার র‍্যাব ক্যাম্পে দুই ব্যক্তি লিখিত অভিযোগ করে তাদের বোনদের অপহরণ করা হয়েছে।  র‍্যাব লিখিত অভিযোগ পেয়ে তথ্য প্রযুক্তির সহায়তায় অপহরণকারীদের অবস্থান নিশ্চিত হয়।

অভিযোগের একদিন পর সোমবার রাতে চট্টগ্রাম জেলার সীতাকুন্ড উপজেলার সৈয়দপুর ইউনিয়নের কেদারখিল গ্রামে অভিযান চালায়। এসময় এই গ্রামের জনৈক হোসেনুজ্জামান এর ভাড়াটিয়া রাজুর ঘর থেকে ১৫ ও ১৭ বছরের অপহৃত দুই কিশোরীকে উদ্ধার করে  র‍্যাব। আটক করা হয় অপহরণকারী মো. জায়েদুল ইসলাম আকাশ ও রাকিব হোসেনকে।

আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা র‍্যাবকে জানায়, তাদের প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় পরস্পর যোগসাজসে কিশোরীদের তারা অপহরণ করে ওই এলাকায় নিয়ে যায়।