জেনারেল হাসপাতালেও নমুনা নেয়া হচ্ছে , চালু হচ্ছে করোনা সংক্রান্ত হেল্পলাইন 

জেনারেল হাসপাতালেও নমুনা নেয়া হচ্ছে , চালু হচ্ছে করোনা সংক্রান্ত হেল্পলাইন 

নিজস্ব প্রতিবেদক।।

মহামারী করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হচ্ছে চট্টগ্রাম জেনারেল হাসপাতালেও। এতদিন কেবল ফৌজদারহাটের বিআইটিআইডি হাসপাতালে নমুনা নেয়া হতো। তবে গত ৬ মার্চ থেকে জেনারেল হাসপাতালেও সন্দেহজনক রোগীর শরীর থেকে নমুনা সংগ্রহ শুরু হয়েছে। এ তথ্য নিশ্চিত করে জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার নাথ বলেন, আগে সন্দেহজনক কোনো রোগী পাওয়া গেলে বিআইটিআইডির টিম এসে নমুনা সংগ্রহ করে নিয়ে যেত। তবে এখন আমাদের নিজেদের টিম নমুনা সংগ্রহ করছে। প্রথম দিন ৫ জন, ২য় দিন ১ জন এবং ৩য় দিন ৫ জনসহ এ পর্যন্ত ১১ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে বলেও জানান তিনি। অবশ্য নমুনা সংগ্রহ করা হলেও করোনা পরীক্ষার সুবিধা নেই জেনারেল হাসপাতালে। চট্টগ্রামে শুধু ফৌজদারহাটের বিআইটিআইডিতেই এই করোনা পরীক্ষা হচ্ছে।
করোনা সংক্রান্ত হেল্পলাইন : নমুনা সংগ্রহ শুরুর পাশাপাশি করোনা সংক্রান্ত বিভিন্ন তথ্য ও পরামর্শ সেবা দিতে হেল্পলাইনও চালু হচ্ছে জেনারেল হাসপাতালে। হাসপাতালটির মেডিসিন বিভাগের সিনিয়র কনসালটেন্ট এ সংক্রান্ত তথ্য ও পরামর্শ দেবেন। নির্দিষ্ট একটি মোবাইল নম্বরে ফোন করে এ সংক্রান্ত তথ্য ও সেবা পাওয়া যাবে। আজ বৃহস্পতিবার হেল্পলাইনের মোবাইল নম্বরটি জানানো হবে উল্লেখ করে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার নাথ বলেন, কারো শরীরে করোনার উপসর্গ দেখা দিলে বা কেউ করোনা পরীক্ষা করাতে চাইলে কিংবা করোনা সংক্রান্ত যে কোনো তথ্য ও পরামর্শের জন্য সেবাপ্রার্থীরা হেল্পলাইনে ফোন করে সেবা নিতে পারবেন।