জিপিএইচ বিশুদ্ধ পণ্য নিয়ে অচিরেই বিপণনে যাবে

জিপিএইচ বিশুদ্ধ পণ্য নিয়ে অচিরেই বিপণনে যাবে
জিপিএইচ বিশুদ্ধ পণ্য নিয়ে অচিরেই বিপণনে যাবে

জিপিএইচ ইস্পাত বিশ্বের সর্বাধুনিক কোয়ান্টাম আর্ক ফার্নেস প্রযুক্তিতে স্বয়ংক্রিয়ভাবে উৎপাদিত বিশুদ্ধ পণ্য নিয়ে বিপণনে যাবে অচিরেই। সেলস্‌ ফোর্স হচ্ছে প্রতিষ্ঠানের দর্পণ। তাই তাদেরকে লোহার মতো পোড় খাওয়া হয়ে দৃঢ় ইস্পাতের মতো ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে।
গত শনিবার সন্ধ্যায় ভাটিয়ারী গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবে জিপিএইচ ইস্পাত আয়োজিত ‘কনফারেন্স অন টিম বিল্ডিং অ্যান্ড নলেজ শেয়ারিং’ শীর্ষক অনুষ্ঠানে জিপিএইচ গ্রুপ চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর আলম এ মন্তব্য করেন। খবর বাংলানিউজের। তিনি বলেন, সরল সৎ ও দক্ষ পেশাদারিত্ব গুণ অর্জন করতে হবে। এভাবে পদোন্নতি নিয়ে কোম্পানির শীর্ষ পদে গিয়ে নিজেকে স্বতন্ত্র শিল্পোদ্যোক্তা হিসেবে গড়ে তুলে দেশের কর্মসংস্থান সৃজনে আকাঙ্ক্ষা থাকতে হবে। তিনি রিসার্চ অ্যান্ড ডেভলপমেন্ট, মার্কেট ইনটেলিজেন্স এর ওপর গুরত্বারোপ করেন।
জিপিএইচ ইস্পাত চেয়ারম্যান মোহাম্মদ আলমগীর কবীর বলেন, বিশ্বমানের কোয়ান্টাম আর্ক ফার্নেস প্রযুক্তিতে উৎপাদিত পণ্য বিপণন করতে পারা গর্বের ব্যাপার। সুন্দর প্রোডাক্টকে একজন দক্ষ ও শুদ্ধ ব্যক্তি বিপণন করবে। এর জন্য প্রশিক্ষণ আয়োজনের মাধ্যমে সংশ্লিষ্ট মানবসম্পদকে গড়ে তুলতে হবে।
সূচনা বক্তব্যে জিপিএইচ ইস্পাতের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলমাস শিমুল বলেন, কোয়ান্টাম আর্ক ফার্নেস প্রযুক্তি দ্বারা উৎপাদিত পণ্য ডেলিভারী, লজিস্টিক, মানবসম্পদ, মার্কেটিং অ্যান্ড সেলস সবকিছু বিশ্বমানের হিসেবে গড়ে তোলা হবে।
বক্তব্য দেন জিপিএইচ ইস্পাতের ডাইরেক্টর আজিজুল হক রাজু, অ্যাডভাইজার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আব্দুল ওয়াহাব, অ্যাডভাইজার মুসফীক সালেহীন সাদাফ। এই সম্মেলনে ‘ওভারঅল প্রজেক্ট প্রেজেন্টেশন’ দেন হেড অব প্রজেক্ট ইঞ্জিনিয়ার ড. সাঈদ সুমন। কোয়ালিটি আসপেক্ট এর ওপর উপস্থাপনা করেন ইঞ্জিনিয়ার আসিফুল হক। ‘নলেজ শেয়ারিং অন কোয়ান্টাম আর্ক ফার্নেস’ বিষয়ে বক্তব্য দেন টেকনিক্যাল অডিটর অনিন্দ কে. ব্যানার্জী। প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ করেন ইঞ্জিনিয়ার মাদানী ইমতিয়াজ হোসেন, ইঞ্জিনিয়ার জহিরুল হক, ইঞ্জিনিয়ার রফিক ইসলাম, ইঞ্জিনিয়ার ইয়াহিয়া রিজভী। এ কনফারেন্সে জিপিএইচ ইস্পাত লিমিটেডের পুরো বাংলাদেশের সেলস অ্যান্ড মার্কেটিং, ব্রান্ড, টেকনিক্যাল সাপোর্ট এবং রিটেলারদের প্রায় ১৫০ জন প্রতিনিধি যোগদান করেন।