জ্বরে সীতাকুণ্ডে শিশুর মৃত্যু, এলাকায় আতঙ্ক

জ্বরে সীতাকুণ্ডে শিশুর মৃত্যু, এলাকায় আতঙ্ক
জ্বরে সীতাকুণ্ডে শিশুর মৃত্যু, এলাকায় আতঙ্ক

সীতাকুণ্ড প্রতিনিধি ।।

জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামের সীতাকুণ্ডের মো. হাসান (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটির শরীরে করোনাভাইরাস ছিল কিনা তা নিশ্চিত হতে নমুনা সংগ্রহ করা হয়েছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে ভাটিয়ারী ইউনিয়নের মাদামবিবিরহাট এলাকায় তার মৃত্যু হয়। তার বাড়ি নোয়াখালী জেলায় বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত থেকে শিশু হাসানের শরীরে জ্বর দেখা দেয়। বৃহস্পতিবার বিকেলে শিশুটি মারা যায়।

এদিকে, মারা যাওয়া শিশুটি করোনা আক্রান্ত সন্দেহে এলাকায় মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এ ব্যাপারে ভাটিয়ারী ইউপি চেয়ারম্যান নাজীম উদ্দিন সাংবাদিকদের বলেন, জ্বর নিয়ে এক শিশু মারা যাওয়ার বিষয়টি শুনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে অবহিত করি। পরে চিকিৎসক এসে নমুনা সংগ্রহ করে নিয়ে যান এবং লাশ দাফনের অনুমতি দেন।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাক্তার নুর উদ্দিন রাশেদ বলেন, জ্বরে মারা যাওয়া শিশুটি করোনা আক্রান্ত ছিল কী না নিশ্চিত হওয়ার জন্য আমরা নমুনা সংগ্রহ করে ফৌজদারহাট বিআইটিআইডিতে পাঠিয়েছি। রিপোর্ট পেলে বিষয়টি জানা যাবে।