ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে যানজটের প্রতিবাদে মানববন্ধন

ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে যানজটের প্রতিবাদে মানববন্ধন
ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে যানজটের প্রতিবাদে মানববন্ধন

সীতাকুণ্ড  প্রতিনিধি।।  

সীতাকুণ্ডের ঢাকা চট্টগ্রাম মহাসড়কের অংশের কুমিরা থেকে ভাটিয়ারী পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার এলাকায় অবস্থিত কেডিএস লজিস্টিক ডিপো, ম্যানসান ডিপো, পোটলিংক ডিপো সহ বিভিন্ন শিল্প প্রতিষ্টান ও ট্রাক টার্মিনাল কেন্দ্রিক অবৈধ গাড়ি পাকিং এর কারণে সীতাকুণ্ড অংশে চলাচল করা মানুষদের ঘন্টার পর ঘন্টা যানযটে পড়তে হয় ।

আজ সকাল ১১টায় এই অসহনীয় যানজট নিরসনের দাবীতে আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালযের মূল ফটকে স্থানীয়রা দীর্ঘ এক ঘন্টা মানববন্ধনের আয়োজন করেন। উক্ত মানববন্ধনে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, রাজনৈতিক ব্যক্তি সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ গ্রহন করেন।

মানববন্ধনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল্লাহ আল বাকের ভূইঁয়া, সাবেক জেলা পরিষদ সদস্য আ.ম.ম দিলসাদ, আওয়ামী লীগ নেতা মো. আলাউদ্দিন, হারুনুর রশিদ ভূঁইয়া, ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিয়াদ জিলানী ছাড়াও বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সমাবেশে বক্তারা বলেন, ঢাকা থেকে সীতাকুণ্ড আসতে সময় লাগে সাড়ে ৩ ঘণ্টা। অথচ সীতাকুণ্ডের ১০ মিনিটের পথ পাড়ি দিতে সময় লাগে এক ঘণ্টারও বেশি। সপ্তাহের সাতদিনই সীতাকুণ্ডের কুমিরা থেকে সোনাইছড়ি ইউনিয়নের কিছু অংশে যানজট লেগে থাকে। এর মূল কারণ বড়-বড় কোম্পানির কন্টেইনার ডিপো ও কারখানা। তারা পর্যাপ্ত জায়গা না রেখে অতিরিক্ত গাড়ি নিয়ে আসে। ফলে শত-শত গাড়িকে মহাসড়কের দুইপাশে দাড় করিয়ে রাখা হয়। এর কারণে প্রতিনিয়ত এই অংশে যানজটের সৃষ্টি হয়।

এসময় বক্তারা বলেন, যানজট নিত্যদিনের ঘটনা হলেও মানববন্ধনের কারণে আজ পুরো সড়ক যানজট মুক্ত রয়েছে। এর অর্থ তারা ইচ্ছা করলেই প্রতিদিন যানজট মুক্ত রাখতে পারেন মহাসড়ক।

সমাবেশ শেষে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর পাঁচ দফা সুপারিশ সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করেন।

দাবিগুলো হল —কন্টেইনার ডিপো, ট্রাক টার্মিনাল ও শিল্প প্রতিষ্ঠানের সামনে অবৈধভাবে গাড়ি পার্কিং করা যাবেনা, দুর্ঘটনা রোধে শিল্প প্রতিষ্ঠানসমূহের নিজস্ব নিরাপত্তা বাহিনী নিয়োগ করতে হবে, মহাসড়কের আশেপাশের অবৈধ যত ট্রাক টার্মিনাল আছে সব উচ্ছেদ করতে হবে, ডিপোগুলোর সামনে ফুট ওভারব্রিজ স্থাপন করতে হবে ও মহাসড়ক নিরবিচ্ছিন্নভাবে যানজট মুক্ত রাখতে হবে।

খালেদ / পোস্টকার্ড ;