থানায় এসে পুলিশের সেবা না পেলে আমাকে জানাবেন:শম্পা রাণি সাহা।

এম কে মনির(সীতাকুণ্ড) চট্টগ্রাম ।।

থানায় এসে পুলিশের সেবা না পেলে আমাকে জানাবেন:শম্পা রাণি সাহা।

আমি জনগণের সেবক হতে চাই।জনগণের কাছে যেতে চাই।

আমাদেরকে আপনাদের বন্ধু ভাবুন। আমি আপনাদের মেয়ে,পুত্রবধূ, নাতনি। আমি আপনাদেরই পরিবারের সদস্য। থানায় এসে যদি সঠিক সেবা না পান তাহলে আমাকে জানাবেন।আমি থানার পাশে দেওয়ালের ওপারে বসা আছি।কথাগুলো বলছিলেন সীতাকুণ্ড সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শম্পা রাণি সাহা।

গত ২৬/১০/২০১৯ তারিখে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে "পুলিশই জনতা, জনতাই পুলিশ" "পুলিশের সাথে কাজ করি,সন্রাস,জঙ্গিবাদ ও মাদকমুক্ত দেশ গড়ি "এই স্লোগানকে সামনে রেখে সীতাকুণ্ড মডেল থানা কতৃক আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুস্ঠানে তিনি এসব কথা বলেন।

কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে অনুস্ঠানকে তিনটি পর্বে সাজানো হয়।অনুস্ঠান সূচিতে ছিলো বর্ণাঢ্য র্্যালী, আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সমাপনী বক্তব্য ।

পুলিশ পরিদর্শক শামীম শেখ এর সভাপতিত্বে ও এসআই হারুন অর রশিদের সঞ্চালনায় অনুস্ঠানে আরো বক্তব্য রাখেন সৈয়দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলাম নিজামী,বাঁশবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান সওকত আলী জাহাঙ্গীর, সীতাকুণ্ড প্রেসক্লাবের সাবেক সভাপতি সেকান্দর হোসাইন,বর্তমান সাধারন সম্পাদক লিটন কুমার চৌধুরী, মুক্তিযোদ্ধা কমান্ডার আলীমুল্লাহ, সীতাকুণ্ড মহিলা কলেজের অধ্যক্ষ দিদারুল আলম,বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সীতাকুণ্ড উপজেলার সাবেক সভাপতি জনাব স্বপন বণিক,সীতাকুণ্ড কলেজের স্কাউট লিডার শিক্ষার্থী নাঈমুল ইসলাম। অনুস্ঠানে চিত্রাঙ্কন প্রতিযোগীতায় বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়।