দীপ্ত টিভিতে আসছে ব্যয়বহুল থ্রিডি অ্যানিমেটেড ফিল্ম ‘টুমরো’

দীপ্ত টিভিতে আসছে ব্যয়বহুল থ্রিডি অ্যানিমেটেড ফিল্ম ‘টুমরো’
বিনোদন ডেস্ক ।।
 
বাংলাদেশে নির্মিত হলো জলবায়ু পরিবর্তন সংক্রান্ত সচেতনতা তৈরির লক্ষ্যে ব্যয়বহুল শিশুতোষ অ্যানিমেটেড স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘টুমরো’। ফিল্মটি নির্মাণ করেছেন মোহাম্মদ শিহাব উদ্দিন।  ২৬ মিনিটের এ স্বল্পদৈর্ঘ্যের এই চলচ্চিত্রটি বেসরকারি টেলিভিশন চ্যানেল দীপ্ত টিভির জন্য তৈরি করা হয়েছে। অ্যানিমেটেড ফিল্মটির প্রযোজনা করেছেন কাজী জাহিন হাসান এবং কাজী জিসান হাসান। রচনা করেছেন নাসিমুল হাসান ও আহমেদ খান হীরক।

মঙ্গলবার  সংবাদ সম্মেলনে ফিল্মটির সম্পর্কে বলা হয়  আগামী ২৩ নভেম্বর ‘টুমরো’র প্রিমিয়ার শো অনুষ্ঠিত হবে। এরপর ২৯ নভেম্বর সন্ধ্যা ৭টায় দীপ্ত টিভিতে ফিল্মটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে এবং পরদিন ৩০ নভেম্বর দুপুর ১২টা ৩০মিনিটে পুনঃপ্রচারিত হবে।

বৈশ্বিক উষ্ণতার প্রভাবে মেরু অঞ্চলের বরফ গলে তলিয়ে যাবে বাংলাদেশসহ আরো অনেক দেশ। ভবিষ্যতের পৃথিবী হবে খুব ভয়ঙ্কর। সেই ভয়ঙ্কর ভবিষ্যতকেই রাতুল নামের এক শিশু দেখে ফেলে অতিপ্রাকৃত চরিত্র ‘বাতাসের বুড়ো’র মাধ্যমে। যে রাতুল এতদিন প্রকৃতিকে উপেক্ষা করে গেছে সেই রাতুলই এবার ভার নেয় পৃথিবীর ভবিষ্যত বদলাবার। তার সঙ্গী হয় পৃথিবীজুড়ে থাকা হাজারও শিশু-কিশোর। ধীরে ধীরে গড়ে ওঠে জনমত। জীবাশ্ম জ্বালানির ওপর করারোপসহ আরো এমন কিছু করে রাতুল ও তার সঙ্গীরা যাতে পৃথিবীর এই মহাদুর্যোগ মোকাবেলা সম্ভব হয়ে ওঠে।
সংবাদ সংম্মেলনে আরো জানানো হয়, অ্যানিমেটেড ফিল্ম ‘টুমরো’র মূল উদ্দেশ্য শিশু-কিশোরদের কাছে জলবায়ু পরিবর্তনের সংকটকে তুলে ধরা। নির্মাতা শিহাব উদ্দিন বলেন, দীপ্ত টিভি থেকেই প্রথমে এমন প্রস্তাব আসে। তারা চাইছিলেন জলবায়ু পরিবর্তনের ফলে ভবিষ্যৎ প্রজন্ম কীভাবে ঝুঁকির মধ্যে পড়বে এবং প্রকৃতি ধ্বংসের মুখোমুখি হবে তা তুলে ধরতে। এটা একটু গুরুগম্ভীর বিষয়। সেটাকে শিশুদের উপযোগী করে তুলে ধরা হচ্ছে।গত বছর প্রকাশ করা হয় ‘টুমরো’-এর ট্রেলার। সেখানে দেখা যায় এর কেন্দ্রীয় চরিত্র রাতুল, রাতুলের বাবা ও বাতাস বুড়োকে।