নতুন করে দেশে ২ হাজার ৫৭৬ করোনা রোগী শনাক্ত, মারা গেছেন ৪০ জন

২৪ ঘণ্টায় শনাক্তের হার বেড়ে ১৩.২৫ শতাংশ

নতুন করে দেশে  ২ হাজার ৫৭৬ করোনা রোগী শনাক্ত,  মারা গেছেন ৪০ জন
নতুন করে দেশে ২ হাজার ৫৭৬২ করোনা রোগী শনাক্ত, মারা গেছেন ৪০ জন

পোস্টকার্ড ডেস্ক ।।

প্রাণঘাতী মহামারী করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে মারা গেছেন আরও ৪০ জন। এর আগে গতকাল ৩৬ ও গত পরশু ৪৪ জন মারা গেছেন। এখন পর্যন্ত মারা গেছেন ১২ হাজার ৯৮৯ জন।

একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত আরও দুই হাজার ৫৭৬ জনকে শনাক্ত করা হয়েছে। এখন পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন আট লাখ ২০ হাজার ৩৯৫ জন।

আজ বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ১৯ হাজার ৪৪৭টি নমুনা পরীক্ষা করে আরও দুই হাজার ৫৭৬ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ২৫ শতাংশ।