পাগলদের বন্ধু গরীবের বন্ধু যুব ফাউন্ডেশনের আবু তাহের

পাগলদের বন্ধু গরীবের বন্ধু যুব ফাউন্ডেশনের আবু তাহের
পাগলদের বন্ধু গরীবের বন্ধু যুব ফাউন্ডেশনের আবু তাহের

কাইয়ুম চৌধুরী, সীতাকুন্ড।।

সীতাকুণ্ড অসহায় মানুষদের আস্থার আরেক নাম গরিবের বন্ধু যুব ফাউন্ডেশ ও জনসেবা যুব কল্যানে আমরা। অসহায় সম্বলহীন থেকে শুরু করে রাস্তার পাগলদের ভরসা ও ভালোবাসার স্থান এ স্বেচ্ছাসেবী সংগঠন। এ সংগঠনে রয়েছে এক ঝাঁক তরুণ স্বেচ্ছাসেবী, যাদের অক্লান্ত পরিশ্রম ও ভালোবাসায় সংগঠনটি সীতাকুন্ড মানুষের ভালোবাসার প্রতীক হয়ে উঠেছে।

এ সংগঠনটি দীর্ঘ চার বছর যাবৎ ধীরে ধীরে মানুষের ভালবাসা অর্জন করেছে। অর্জন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন গুলোর মধ্যে সর্বোচ্চ মর্যাদা পুরস্কার।

এ সংগঠনের কার্যক্রম এর মধ্যে রয়েছে অসহায় মেয়েদের বিনা খরচে বিয়ে দেওয়া, যৌতুকের বিরুদ্ধে অবস্থান, অসহায়দের চিকিৎসা, পথ শিশুদের পড়ালেখা, রাস্তায় ভবঘুরে এবং পাগলদের চিকিৎসা ও নিয়মিত খাবার বিতরণ, সবুজ বনায়নেরর লক্ষে বৃক্ষ অভিযান এবং সচেতনতা মূলক বিভিন্ন কার্যক্রম।

এ সংগঠনটি কে সহযোগিতা করে আসছেন চট্রগ্রাম - ৪ আসনের স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব দিদারুল আলম (এমপি) এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ । এ সংগঠনটি তে প্রায় শতাধিক সদস্য স্বেচ্ছায় কাজ করে যাচ্ছেন মানবতার সেবায়।

এ সংগঠনটি চেয়ারম্যান এর দায়িত্ব পালন করছেন মোহাম্মদ আবু তাহের। প্রতিবেদককে আবু তাহের জানান, তারা সব সময় মানবতার কাজ করার জন্য সর্বদা প্রস্তুত। দুর্যোগ থেকে শুরু করে বিভিন্ন সমস্যা তারা বা তাদের সংগঠন সর্বাধিক কাজ করে যাওয়ার লক্ষ্য নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন।

এ সংগঠন টির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মজুমদার জানান এ সংগঠনটি বিভিন্ন কার্যক্রম পরামর্শ থেকে শুরু করে অনুপ্রেরণা জুগিয়েছেন সীতাকুণ্ড উপজেলার কর্মকর্তা জনাব শাহ আলম মহোদয় তিনি সার্বক্ষণিক সীতাকুণ্ডের সবগুলা স্বেচ্ছাসেবী সংগঠন নিয়ে কাজ করে যাচ্ছেন।

ইতোমধ্যে এ সংগঠনটি চেয়ারম্যান আবু তাহের ও অন্যান্য সদস্যরা সীতাকুণ্ডের মধ্যে একটি বৃদ্ধাশ্রম এবং একটি এতিমখানা প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। সাম্প্রতিক সংগঠন টির মাধ্যমে একজন গর্ভবতী পাগল মহিলাকে ঢাকার একটি আশ্রয় কেন্দ্রে চিকিৎসা সুব্যবস্থা জন্য প্রেরণ করেন। এ সংগঠনটি বিগত চার বছরের মধ্যে ২৬ এর অধিক অসহায় গরীব মেয়ের বিয়ে কার্যক্রম সম্পন্ন করে।

এ সংগঠনটি করোনাকালীন সময়ে চট্টগ্রাম শহর থেকে শুরু করে বিভিন্ন উপজেলায় অসহায়-দুস্থ রাস্তার পাশে পড়ে থাকা মানসিক ভারসাম্যহীন দের চিকিৎসা কার্যক্রম এবং নিয়মিত খাবার বিতরণ করে প্রসংশা কূড়িয়েছেন সীতাকুন্ড ও চট্রগ্রামে।

তাদের সাথে আরো রয়েছেন গনমাধ্যম কর্মী সাংবাদিক সাজ্জাদ ভূইয়া, রাফি চৌধুরী, উপদেষ্টা হিসেবে রয়েছেন বিশিষ্ট সমাজ সেবক লায়ন গিয়াস উদ্দিন, ইন্জিনিয়ার কামরুদ্দৌজা সহ বিশিষ্ট ব্যাক্তি বর্গ।

খালেদ / পোস্টকার্ড ;