পারভেজ উদ্দীন সান্টুর মাস্ক ও মুসলমানদের দাফন এবং সনাতন ধর্মাবলম্বিদের সৎকারের সুরক্ষা পোষাক বিতরণ

পারভেজ উদ্দীন সান্টুর মাস্ক ও মুসলমানদের দাফন এবং সনাতন ধর্মাবলম্বিদের সৎকারের সুরক্ষা পোষাক বিতরণ

পোস্টকার্ড ডেস্ক।।

সীতাকুণ্ডের করোনা আক্রান্ত রোগীদের প্রয়োজনে বিনামূল্যে সিলিন্ডারসহ অক্সিজেন রিফিল করে দেওয়ার প্রথম ঘোষণা দিয়ে আলোডনসৃস্টিকারী স্থানীয় আওয়ামীলীগের প্রভাবশালী নেতা বিশিষ্ট শিল্পপতি সীমা গ্রুপের পরিচালক পারভেজ উদ্দীন সান্টু মঙ্গলবার দুপুরে সীতাকুন্ডের সলিমপুর আল-মুমিন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সদস্যদের হাতে পিপি, মাস্ক, হ্যান্ড গ্যাল্পস ও মুসলমানদের দাফন এবং সনাতন ধর্মাবলম্বিদের সৎকারের সুরক্ষা পোষাক বিতরণ করেন ।

এসময় তিনি বলেন, আল-মুমিন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সদস্যরা করোনা আক্রান্ত নারী পুরুষের মৃত দেহ দাফন ও সৎকার করারও কাজ করেছে। তাদের সংগঠনের সদস্যরা স্বেচ্ছাসেবী লাশ দাফন ও সৎকারের জন্য প্রস্তুত থাকে। যেখানে ডাক পড়ে তারা সেখানে ছুটে যাচ্ছে। আর সেকারণে আমাদের সবার উচিৎ যার যার স্থান থেকে তাদের সহযোগিতা করা । আমি তাদের এই দাফন কাফনের মহতী কর্মে জন্য সকল ভাইকে স্যালুট জানায়। তাদের এই মহতী কর্মে শরীক হওয়ার সামান্য চেষ্টা করলাম মাত্র।

এ সময় উপস্থিত ছিলেন ,সলিমপুর ইউনিয়ন ছাত্রলীগ সাবেক সভাপতি সৈয়দ সামস্ মাহমুদ লেনিন,সীতাকুণ্ড তাতীলীগ এর সহ সভাপতি মিঠু, ৬ নং ওয়ার্ড ছাত্রলীগ এর সহ সভাপতি আবদুল মতিন,সাংগঠনিক সম্পাদক তানভির চৌধুরী, আলাউদ্দীন সহ নেত্রীবৃন্দ।

পারভেজ উদ্দীন সান্টু বলেন ,আপনারা জানেন করোনা আক্রান্ত রোগিরা অক্সিজেনের অভাবে মারা যাচ্ছে। এটি খুবই দুঃখজনক। যে কারণে আমরা ইতিমধ্যে সিলিন্ডারসহ অক্সিজেন দিচ্ছি এবং ইতিমধ্যে আমাদের কাছ থেকে হলি ক্রিসেন্ট হাসপাতালসহ অনেকেই তা নিচ্ছেন ,আমরা বলেছি প্রয়োজনে যতগুলো বোতল লাগে তত পরিমান অক্সিজেন আমরা দেব। আমি চাই সীতাকুণ্ডের কোন রোগীই যেন অক্সিজেনের অভাবে মারা না যান। আমাদের অক্সিজেন কারো প্রাণ বাঁচালেই আমাদের উদ্যোগ সার্থক হবে।